কলকাতা, 29 অগস্ট:তাঁর বিশুদা চিরঘুমের দেশে চলে গিয়েছেন আগেই ৷ এবার প্রয়াত সত্যজিতের 'জন অরণ্য' ছবির নায়ক সোমনাথ (Death of Veteran Star Pradip Mukherjee)৷ প্রদীপ মুখোপাধ্য়ায়ের নামটা সত্যজিৎ রায়ের হাত ধরে সোমনাথই হয়ে গিয়েছিল বাঙালির মননে ৷ খবর অনুযায়ী, শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 76 বছর । জানা গিয়েছে ফুসফুসের সংক্রমণের জেরেই চলে যেতে হল প্রদীপবাবুকে (Jana Aranya Star Pradip Mukherjee Dies Due to Lung Infection) ৷
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত 22 অগস্ট অসুস্থতার জেরে শহরের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ রবিবার থেকে শুরু হয় স্বাস্থ্যের অবনতি, নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনেও এবং শেষমেষ লড়াইয়ে হেরে গেলেন প্রবীণ অভিনেতা (Jana Aranya Star Pradip Mukherjee Dies)৷ পরিবারের তরফে জানানো হয়েছে, ফুসফুসে কার্বন জমে যাওয়াতেই এই সমস্য়ার উদ্রেক ৷ অভিনেতার এই সমস্য়া নাকি বেশ পুরনো ৷