হায়দরাবাদ, 1 অগস্ট: সকলের মনে আরও একবার ঝড় তুলতে হাজির পূজা ৷ যিনি সকল পুরুষের 'ড্রিম গার্ল' ৷ হ্যাঁ, মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে অভিনীত 'ড্রিম গার্ল 2' ছবির ট্রেলার ৷ পূজা চরিত্রে আয়ুষ্মানের ক্যারিশ্মা আগেই দেখেছেন দর্শক ৷ এবার সেই মহিমা ছড়িয়েছে আরও একটু বেশি ৷ ইতিমধ্যেই ট্রেলারেই পুরুষভক্তদের ঘায়েল করেছেন পূজা ওরফে আয়ুষ্মান খুরানা ৷ দর্শকরাও ড্রিমগার্লের নয়া অবতার দেখে প্রসংশায় পঞ্চমুখ ৷
ছবির টিজার দেখে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ আগেই বেড়েছিল ৷ অপেক্ষা ছিল ট্রেলারের ৷ মঙ্গলবার সন্ধ্যায় সেই প্রতীক্ষার অবসান ঘটে ৷ ট্রেলার শুরু হয় আয়ুষ্মান তথা পূজার সেই ইউনিক ভয়েস দিয়ে ৷ যেখানে তাঁর বাবার ক্রেডিট কার্ডের ধার শোধ করার জন্য ফোন করেন একজন এজেন্ট ৷ এইরকম আরও অনেক জায়গায় ধারের বোঝা আয়ুষ্মান তথা করমবীর সিং-এর মাথায় চাপিয়ে দিয়েছেন তাঁর বাবা অর্থাৎ জগজিৎ সিং ৷ সেই ধার থেকে বাঁচতে কী কী উপায় অবলম্বন করেন করমবীর ওরফে পূজা, সেই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য ৷