পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ankush Hazra: 'কারও স্বপ্ন নিয়ে ছেলেখেলা করলে কড়া পদক্ষেপ নেব', কাকে হুঁশিয়ারি দিলেন অঙ্কুশ ? - অঙ্কুশ হাজরা

অন্য কারও স্বপ্ন নষ্ট করলেও কড়া পদক্ষেপ নেবেন ৷ কার্যত নাম না করে নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডকে নিয়ে ফের এভাবেই সরব হলেন অঙ্কুশ হাজরা ৷

Pic Ankush Hazra Instagram
কড়া পদক্ষেপ নেবেন তিনি হুঁশিয়ারি অঙ্কুশের

By

Published : Aug 21, 2023, 10:43 AM IST

কলকাতা, 21 অগস্ট:অভিনেতা থেকে প্রযোজক হয়ে ওঠা নতুন কোনও ঘটনা নয় । কিছুদিন আগেই এই তালিকায় নাম যুক্ত হয়েছিল অঙ্কুশ হাজরার। তিনি জোট বেঁধেছিলেন 'নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড'-এর সঙ্গে। পরে অবশ্যএকটি বিবৃতিতে সাফ জানিয়ে দেন, যৌথ প্রযোজনার পরিকল্পনা থেকে সরে আসছেন। এবার ফেসবুকে জীবনের সেই অধ্যায় নিয়েই মুখ খুললেন তিনি ৷ আর নাম না করে জানালেন, যদি তাঁর মতো আর কারও স্বপ্ন নষ্ট করা হয় তাহলে কড়া পদক্ষেপ নেবেন তিনি ৷

অঙ্কুশের মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড গতবছর থেকেই আলাদা। এই দুই প্রযোজনা সংস্থার হাত ধরেই মুক্তি পাওয়ার কথা ছিল 'মির্জা' ছবিটির ৷ তাই 'মির্জা' ছবির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল জটিলতা ৷ যদিও গত জুন মাসেই অঙ্কুশ জানান, 'মির্জা' ছবিটি অবশ্যই মুক্তি পাবে ৷ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ৷

ফেসবুকে অঙ্কুশের সাম্প্রতিক পোস্ট

এবার অঙ্কুশ ফের করে ক্ষমা চাইলেন প্রকাশ্যে। ফেসবুকে তিনি জানান, তাঁর জন্য হয়তো কারও চোখের জল পড়েছে ৷ তাই অভিনেতা ক্ষমাপ্রার্থী ৷ একরাশ আফসোসের সঙ্গে পোস্টে মিশেছিল কিছুটা ক্ষোভও ৷ অঙ্কুশ তাঁর ফেসবুক পোস্টে আরও জানিয়েছেন, ভালো করে খোঁজ না নিয়েই কারও সঙ্গে ছবির প্রযোজনায় নামা তাঁর ভুল ছিল । নায়কের মতে, তিনি যাঁর হাত ধরতে চেয়েছিলেন সেটি মোটেই ভরসাযোগ্য নয় ৷ সেই কারণে আজও ওই মানুষটিকে বিশ্বাস করে অনেক ছেলেমেয়েকে ঠকতে হচ্ছে ৷ একসময় তাঁকেও এভাবেই সমস্য়ায় পড়তে হয়েছিল ৷

অঙ্কুশ লিখেছেন, "আজ সেই কারণে অনেক নতুন ছেলে মেয়ে তাকে বিশ্বাস করে চোখের জল ফেলছে । আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে । পরিবারের কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না । সফর বেশ কঠিন ছিল । তাই এঁদের স্বপ্নের দাম আমি বুঝি । আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই ।" তিনি এও জানান, যদি ওই ব্যক্তি আর কারোর স্বপ্ন নিয়ে ছেলেখেলা করেন তিনি কড়া পদক্ষেপ নেবেন ৷

আরও পড়ুন:ব্যাংকে বকেয়া 55 কোটি, পরিশোধে নিলামে উঠছে সানির জুহুর সম্পত্তি

এই ব্যাপারে অঙ্কুশের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল তবে তাঁর ফোনটি বেজে যায় ৷ অভিনয়ের কথা বলতে গেলে অঙ্কুশ সম্প্রতি শেষ করেছেন তাঁর 'অসুখ বিসুখ' ছবির শুটিংয়ের কাজ ৷ এই ছবিতে তিনি হাত ধরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ৷ কৌশিকের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ নয় ৷ এর আগে 'শিকারপুর'-এ একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন অভিনেতা ৷ তবে এই প্রথমবার কৌশিকের পরিচালনায় কাজ করবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details