পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'লিঙ্গ-রাজনীতি থেকে মুক্তি দিন ভালোবাসাকে'; জাভেদ আখতারকে পালটা 'অ্যানম্যাল' নির্মাতাদের - জাভেদ আখতার

Animal team to Javed Akhtar: সমাজের জন্য অ্যানিম্যাল ছবি বিপজ্জনক ৷ গীতিকার জাহেদ আখতারের এই মন্তব্যে পালটা দিলেন ছবির নির্মাতারা ৷ রবিবার সোশাল মিডিয়ায় কড়া বার্তা অ্যানিম্যাল টিমের ৷

Etv Bharat
জাভেদ আখতারকে পালটা 'অ্যানম্যাল' নির্মাতাদের

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 10:42 PM IST

মুম্বই, 7 জানুয়ারি: সাফল্যের মাঝেও বিতর্ক পিছু ছাড়ছে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিকে ৷ নেটিজেনদের পর সম্প্রতি এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার ৷ এবার গীতিকারকে পালটা দিলেন 'অ্যানিম্যাল' ছবির নির্মাতারা ৷

সেলিম খানের সঙ্গে যুক্ত হয়ে 'জঞ্জির', 'দিওয়ার', 'মিস্টার ইন্ডিয়া'র মতো ছবির গল্প দর্শকদের উপহার দিয়েছেন জাভেদ আখতার ৷ তিনি এক অনুষ্ঠানে এই ধরনের ছবিকে বিপজ্জনক বলে মন্তব্য করেছিলেন ৷ ছবির নাম না-বললেও রণবীর ও তৃপ্তি দিমরি পর্দায় যে চরিত্র ফুটিয়ে তুলেছিলেন সেই দৃশ্যকে কেন্দ্র করে মন্তব্য করেন বিশিষ্ট গীতিকার ৷ তিনি বলেন, "কী ধরনের চরিত্র তৈরি করলে সমাজ প্রশংসা করবে, সেটা বোঝা এখন নতুন পরিচালকদের কাছে বড় চ্যালেঞ্জ ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও ছবিতে এক পুরুষ চরিত্র একজন মহিলাকে যদি তার জুতো চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারেন, তারপর সেই ছবি যদি সুপারহিট হয়, তা হলে সেটা বিপজ্জনক।"

সোশাল মিডিয়ায় তারই জবাব দেন 'অ্যানিম্যাল' নির্মাতারা ৷ তারা বলেন, "আপনার মতো লেখক যদি প্রেমিকের বিশ্বাসঘাতকতা যদি বুঝতে না-পারে তাহলে আপনার পুরো শিল্পটাই মিথ্যা ৷ লিঙ্গ-রাজনীতি থেকে মুক্তি দিন ভালোবাসাকে ৷" পোস্টে আরও বলা হয়, "যদি একজন মহিলাকে একজন পুরুষ ধোঁকা দিত, মিথ্যা কথা বলতে, তাহলে সেই পুরুষকে জুতো চাটার কথা বলা হলে, মুহূর্তটাকে সকলে উদযাপন করতেন নারীবাদের নামে ৷ তাঁদের পরিচয় হোক শুধু প্রেমিক-প্রেমিকা হিসাবে ৷ লাভার ধোঁকা দেয়, মিথ্যে কথা বলে ৷ এক্ষেত্রে একজন প্রেমিক অন্যজনকে ধোঁকা দিয়েছে, মিথ্যা বলেছে। অন্যজন তাঁকে তাঁর জুতো চাটতে বলেছে। ব্যস্‌।" এই পোস্ট নির্মাতাদের তরফে ট্যাগ করা হয়েছে বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারকেও ৷

উল্লেখ্য, গত সপ্তাহে ঔরঙ্গাবাদে অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম গীতিকার ৷ সেখানেই তিনি বর্তমান সিনেমার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ সেখানেই তিনি নাম না করে 'অ্যানিম্যাল' ছবিকে বিপজ্জনক হিসাবে মন্তব্য করেন ৷ সেখানেই গীতিকার জাভেদ আখতার জানান, আসলে দর্শকদের ঠিক করতে হবে কোন ছবি তাঁরা দেখবেন, কোন ছবি দেখবেন না ৷ আসলে ছবির ভবিষ্যত দর্শকদের হাতে ৷

ABOUT THE AUTHOR

...view details