হায়দরাবাদ, 24 মার্চ:কেমন আছেন অমিতাভ বচ্চন (Amitabh Resumes Work)? প্রজেক্ট কে-এর সেটে দুর্ঘটনার কবলে পড়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছিলেন বলিউডের মেগাস্টার ৷ বৃহস্পতিবার রাতে তিনি নিজেই নিজের স্বাস্থ্যের আপডেট জানালেন । 80 বছর বয়সি অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই আবার কাজ শুরু করেছেন ।
বিগ বি টাম্বলারে তাঁর ব্লগে জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্থ শরীরে নানা অসুবিধা সত্ত্বেও তা অবশ্যই তাঁর কাটিয়ে ওঠার ইচ্ছা এবং প্রচেষ্টা থাকতে হবে । তিনি তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের তাঁদের ভালোবাসা এবং যত্নের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
অভিনেতা আরও বলেন যে, তিনি এখনও তার পাঁজরের আঘাতের (Amitabh Bachchan injured) জন্য চিকিত্সা করাচ্ছেন ৷ তিনি যে এখনও পুরোপুরি সুস্থ হননি, তাও জানিয়েছেন বলিউডের শাহেনশা । তাঁর কথায়, "কাজের সময়সূচি তৈরি হয়ে গিয়েছে এবং চার্টগুলি আবারও পূর্ণ হতে শুরু করেছে...৷" কাজের চেয়ে ভালো বিনোদন আর কিছুতে নেই বলে মনে করেন বিগ বি ৷ তিনি রসিকতা করে লিখেছেন, "হ্যাঁ পাঁজর এবং পায়ের আঙুল বিদ্রোহের অবস্থায় রয়েছে...তবে বিদ্রোহের সঙ্গে সহাবস্থান করে তার সমাধান খুঁজে বের করতে হবে..আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে..আমদের না, আমাকে ৷"