হায়দরাবাদ, 7 অগস্ট: একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ৷ শাহরুখ খানের 'জওয়ান' প্রত্যাখ্যানের পর 'পুষ্পা'খ্যাত অভিনেতা আরও একটি প্রজেক্ট হাতছাড়া করলেন ৷ আদিত্য ধরের বহু প্রতীক্ষিত প্রোজেক্ট 'অমর অশ্বথামা' ছবির কাজ করবেন না বলে জানিয়ে দিলেন আল্লু অর্জুন ৷ 'পুষ্পা'-র বিপুল সাফল্যের পর প্যান ইন্ডিয়া স্টার হিসাবে খ্যাতি অর্জন করেন আল্লু ৷ ফলে এখন ছবি বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট বিবেচনা করছেন অভিনেতা ৷ আর তাই 'জওয়ান' বা 'অমর অশ্বথামা'-র মতো বিগ বাজেটের বিগ ছবি ছেড়ে দিলেন অভিনেতা ৷
'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবি বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ৷ আদিত্য ধর পরিচালিত এই ছবি দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ স্বভাবতই 'অমর অশ্বথামা' ছবি নিয়ে অনুরাগীরা বেশ কৌতূহলী ৷ সূত্রের খবর, এই ছবিতে অভিনয়ের জন্য প্রথমে বলা হয়েছিল ভিকি কৌশলকে ৷ তিনি না-করার পর সেই প্রস্তাব যায় রণবীর সিংয়ের কাছেও ৷ কিন্তু তিনিও পিছু হঠেন ৷ অবশেষে ছবির প্রস্তাব দেওয়া হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ৷
সূত্রের খবর, এই প্রজেক্টের প্রস্তাব পাওয়ার পর কৌতূহলী ছিলেন অভিনেতা ৷ কিন্তু তিনি সেই কাজ নিতে ইতস্তত বোধ করছিলেন ৷ তিনি এই প্রস্তাবটি নিয়ে ভাবার জন্য বেশ কিছুদিন সময়ও নিয়েছিলেন ৷ আসলে 'পুষ্পা' ছবির সাফল্যের পর আল্লু 'পুষ্পা 2' নিয়ে মেতে রয়েছেন ৷ অন্যদিকে মহাকাব্যের পাতা থেকে উঠে আসা চরিত্র অশ্বথামা-পর্দায় ফুটিয়ে তোলা মানে সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে আল্লুর ফিল্মি কেরিয়ারে ৷ ভিএফএক্স নির্ভর এই ছবি হবে লার্জার দ্যান লাইফ ৷ কিন্তু এই মুহূর্তে আল্লুর ফিল্মিগ্রাফ যেমন রয়েছে, সেখান থেকে তিনি আর কোনও ঝুঁকি নিতে রাজি নন ৷