হায়দরাবাদ, 14 জুলাই: 'পাঠান' ছবির বিপুল বক্স অফিস সাফল্যের পর থেকেই চর্চায় রয়েছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স ৷ এর আগে 'এক থা টাইগার', 'ওয়ার', 'টাইগার জিন্দা হ্য়ায়'-এর মতো একাধিক ছবি উপহার দিয়েছে যশ চোপড়া ফিল্মস ৷ এবার এই সমস্ত ছবির চরিত্রদেরই এক ছাতার তলায় আনতে বদ্ধ পরিকর তারা ৷ খবর অনুযায়ী, গুপ্তচরেদের এই বৃত্তে এবার যোগদান করতে চলেছেন আলিয়া ভাটও ৷ ছবিতে তাঁকে দেখা যাবে একজন গুপ্তচরের ভূমিকায় ৷ ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে শুটিং শুরুর কথা রয়েছে আগামী বছর ৷
'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' তো রয়েছেই একইসঙ্গে 'ডার্লিংস'-এর মতো প্রজেক্টেও নিজেকে অন্যভাবে মেলে ধরেছেন আলিয়া ৷ সঙ্গে রয়েছে 'হার্ট অফ স্টোন'ও ৷ সেখানেও তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে ৷ আলিয়ার অভিনয়ের এই সত্ত্বাটিকেই কাজে লাগাতে চাইছে ওয়াইআরএফ ৷ উত্তর দেবে সময়ই ৷ ইতিমধ্যেই সুপার এজেন্টের তালিকায় নাম লিখিয়েছেন শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনরা ৷ এবার সেই তালিকায় রয়েছেন আলিয়া ৷