মুম্বই, 6 সেপ্টেম্বর:2022সালের নভেম্বর মাসেই শোনা গিয়েছিল, বাংলার রানিগঞ্জে কয়লাখনিতে 1889 সালে ঘটে যাওয়া এক ভয়ানক দুর্ঘটনা অবলম্বনে সিনেমা করছেন অক্ষয় কুমার। সেই সিনেমার নাম গোড়ায় 'ক্যাপসুল গিল' রাখা হলেও পরে পরিবর্তন করে 'দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ' রাখা হয়। তবে এবার 'ইন্ডিয়া' বনাম 'ভারত' দেশের নাম নিয়ে তরজার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষয় কুমার। আবারও ছবির নাম বদল করলেন 'খিলাড়ি' ৷ নয়া ছবির নাম বদলে তিনি রাখলেন 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ আর নয়া ছবির নামবদলের ফলে দেশের নতুন নাম বিতর্কে অক্ষয় যে কেন্দ্রের পক্ষে, সেই সম্ভাবনাই জোরালো হল ৷
মঙ্গলবার থেকে দেশের নাম বিতর্কে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ গতকালই অমিতাভ বচ্চন 'ভারত মাতা কি জয়' বলে টুইট করেছিলেন ৷ আর এবার অক্ষয় কুমার ৷ ছবির নামে থাকা 'ইন্ডিয়া' শব্দটি বদলে 'ভারত' করে দিলেন অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি সিনেমার নতুন নামকরণের পোস্টার শেয়ার করতেই নেটপাড়ার ধারণা, কেন্দ্রের এই প্রস্তাবকে সমর্থন করতেই হয়তো অক্ষয় কুমারের এমন সিদ্ধান্ত। বুধবার 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবির পোস্টার সামনে এনে টুইটে তিনি লিখলেন, "ভারতের প্রকৃত হিরোদের কথা জানুন। আগামিকাল মুক্তি পেতে চলেছে ছবির টিজার ৷ আগামী 6 অক্টোবর মুক্তি পাবে অক্ষয়ের এই ছবি।