মুম্বই, 21 এপ্রিল:বিতর্ক এড়াতে অবশেষে পানমশলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন অক্ষয় কুমার (Akshay steps down as tobacco ambassador)৷ সম্প্রতি ওই কোম্পানির দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি ৷ তবে তারপরই তাঁকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ৷
মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন বলিউডের খিলাড়ি (Akshay Kumar steps down as tobacco brand ambassador)৷ টুইটারে দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, "আমি দুঃখিত ৷ আপনার কাছে, আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমার উপর খুবই প্রভাব ফেলেছে ৷ আমি তামাকের প্রচার করিনি, করবও না ৷ বিমল ইলাইচির সঙ্গে আমার সংযোগে আপনাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা করি ৷ আমি ফিরে আসছি ৷ আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এই এনডোর্সমেন্টের থেকে পাওয়া যাবতীয় অর্থ আমি কোনও ভালো কাজে দান করব ৷"
আরও পড়ুন:Netizens Trolls Akshay : পানমশলার বিজ্ঞাপনে 'হ্যাঁ', নেটিজেনদের ট্রোলের শিকার অক্ষয়
ভবিষ্যতেও কোনও ব্র্যান্ডের সঙ্গে জড়িত হওয়ার আগে তিনি খুবই ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar trolled)৷ তিনি লিখেছেন, "আমার সঙ্গে হওয়া চুক্তির আইনি সময়সীমা পর্যন্ত হয়তো ওই ব্র্যান্ড বিজ্ঞাপনের সম্প্রচার করবে ৷ কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে বাছাই করার ক্ষেত্রে আমি খুবই সচেতন থাকব ৷ আর তার বদলে আজীবন আপনাদের থেকে ভালোবাসা ও শুভেচ্ছা চাইব ৷"
শাহরুখ খান ও অজয় দেবগণের পর বিমলের বিজ্ঞাপনে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar film)৷ এই কোম্পানি পানমশলাও বিক্রি করে ৷ সাম্প্রতিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে 'বিমল স্যালুট'-এর মাধ্যমে অক্ষয়কে স্বাগত জানাচ্ছেন শাহরুখ ও অজয় ৷ তবে অক্ষয়ের সঙ্গে এই ব্র্যান্ডের গাঁটছড়াকে ভালো চোখে দেখেননি ভক্তরা ৷ তাঁরা সোশ্যাল মিডিয়ায় বলিউডের খিলাড়ির পুরনো কিছু ভিডিয়ো তুলে ধরেন, যেখানে অক্ষয়কে অ্যালকোহল, সিগারেটের প্রতি তাঁর অপছন্দের কথা বলতে দেখা গিয়েছে ৷
আরও পড়ুন:Akshay on Bachchan Pandey: আমার 'বচ্চন পান্ডে' ছবিকে ডুবিয়ে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' : অক্ষয়