পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar Citizenship: আর 'কানাডা কুমার' নন, 'হৃদয় আর নাগরিকত্ব দু'টোই ভারতীয়', স্বাধীনতা দিবসে জানালেন অক্ষয় - ভারতীয় নাগরিক হয়ে গেলেন অক্ষয়

'হৃদয় আর নাগরিকত্ব দু'টোই ভারতীয়' ঠিক এই ভাষাতেই স্বাধীনতা দিবসে তাঁর ভারতীয় নাগরিকত্বের কথা ঘোষণা করলেন অক্ষয় কুমার ৷

Pic Akshay Kumar Instagram
ভারতের নাগরিক অক্ষয়

By

Published : Aug 15, 2023, 3:51 PM IST

হায়দরাবাদ, 15 অগস্ট:নাগরিকত্ব নিয়ে বরাবর প্রচুর কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেতা অক্ষয় কুমারকে ৷ কানাডার নাগরিকত্ব থাকার কারণে বারবার ট্রলের মুখে পড়েছেন অভিনেতা ৷ এমনকী 'কানাডা কুমার' বলেও কটাক্ষ করা হয়েছে তাঁকে ৷ এবার স্বাধীনতা দিবসে এই বিষয়ে ফ্যানেদের একটি বড় খবর দিলেন তিনি ৷ এদিন ইনস্টাগ্রামে সরকারি কাগজের ছবি শেয়ার করে অক্ষয় জানালেন, তিনি এখন থেকে ভারতের নাগরিক ৷ আর সঙ্গে তার দিকে ধেয়ে আসা সমস্ত কটাক্ষের প্রতিও সুন্দরভাবে একহাত নিয়েছেন তিনি ৷
তিনি লিখেছেন, "হৃদয় আর নাগরিকত্ব দুটোই ভারতীয় ৷ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ জয় হিন্দ ৷" কয়েকদিন আগেই তিনি একটি ইন্টারভিউতে এই নিয়ে মুখ খুলেছিলেন ৷ তিনি জানান, তাঁর জীবনে একটা সময় ছিল তখন তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন ৷ তাঁর পরপর ছব ফ্লপ হতে শুরু করে ৷ প্রায় 15-16টি ছবির লাগাতার ব্যর্থতার পর ভেঙে পড়েছিলেন অভিনেতা ৷ সেই সময় এক বন্ধুর পরামর্শে তিনি কানাডার নাগরিকত্ব নেন ৷ লক্ষ্য ছিল একটা কাজ পাওয়া ৷ কিন্তু সেই যন্ত্রণার রাত কেটে গিয়ে ভোর আসে ৷ ছবিতে আবার সাফল্য পেতে শুরু করেন অভিনেতা ৷

তাই তারপর আর কানাডায় কাজ খোঁজার দরকার হয়নি ৷ আর এবার সেই কানাডার নাগরিকত্ব ত্যাগ করে পুরোদস্তুর ভারতীয় নাগরিক হয়ে গেলেন অক্ষয় ৷ সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি তেমন ভালো আয় করতে পারেনি ৷ পরপর ব্যর্থতা এসেছে শেষ কয়েক বছরে ৷ 'বচ্চন পাণ্ডে' থেকে 'সম্রাট পৃথ্বীরাজ' নানা ধরনের ছবি দিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন তিনি ৷ কিন্তু দর্শকের মন জয় করতে পারেননি ৷

আরও পড়ুন:বাংলা প্রি টিজারের বিপুল সাফল্যের পর স্বাধীনতা দিবসে মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির হিন্দি ঝলক

এবার 'ওএমজি 2' ছবির হাত ধরে ভাগ্য কিছুটা বদলেছে ৷ চার দিনেই 55 কোটিরও বেশি আয় করে ফেলেছে এই ছবি ৷ পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তাঁর জুটি যেমন বিশ্বাসযোগ্য় হয়েছে তেমন ধারালো পাঞ্চ আর মজাদার কমিক টাইমিং আরও আকর্ষণীয় করেছে এই ছবিকে ৷ এখন বাজেটের টাকা ঘরে তুলে এই ছবি হিট তকমা পায় কি না সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details