মুম্বই, 26 ফেব্রুয়ারি: রাজ মেহতা পরিচালিত 'সেলফি' বক্স অফিসে (Selfiee Box Office Collection Day 2) দ্বিতীয় দিনে ভালোই আয় করেছে । প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভালো ব্যবসা করেছে অক্ষয় কুমারের ফিল্ম (Akshay Kumar Film)। শনিবার ছবিটির আয় প্রায় 30 শতাংশ বেড়েছে ।
দু দিনে সেলফির আয়: দ্বিতীয় দিনে 'সেলফি'র বক্স অফিসে নেট সংগ্রহ 3.50 কোটি (প্রাথমিক অনুমান) টাকা ৷ ছবিটি দ্বিতীয় দিনের জন্য 69 লাখের গ্রস অগ্রিম বুকিং পেয়েছিল ৷ যার মধ্যে 33,858টি টিকিট বিক্রি হয়েছে । দুই দিনে ছবিটির আয় এখন 6.05 কোটি টাকা হয়েছে । যদিও ছবিটি তার লক্ষ্য থেকে অনেক দূরে রয়েছে ।
আয় বেড়েছে 30 শতাংশ: সেলফির দ্বিতীয় দিনের ব্যবসা কিছুটা আশা জাগাচ্ছে ৷ দ্বিতীয় দিনে ছবিটির আয় 30 শতাংশ বেড়েছে । বাণিজ্য বিশ্লেষকের মতে, ছবিটি প্রথম দিনে বক্স অফিসে 2.55 কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে । প্রথম দিনে ছবিটি বিকেল 4.30টা পর্যন্ত 1.30 কোটি টাকার ব্যবসা করেছিল । যদি সেলফি প্রথম সপ্তাহান্তে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করে ফেলে, তবে এর আয়ের গতি ঠিক পথেই চলছে বলে মনে করা যেতে পারে । 'সেলফি'তে অক্ষয় কুমার ছাড়াও আছেন ইমরান হাশমি, নুশরাত ভারুচা এবং ডায়না পেন্টি ৷