হায়দরাবাদ, 14 জুলাই:2019 সালে চাঁদের মাটি স্পর্শ করতে ব্যর্থ হয়েছিল 'চন্দ্রযান 2' ৷ 4 বছর পর এবার ইসরোর নতুন বাজি 'চন্দ্রযান 3' ৷ চাঁদের মাটি স্পর্শ করার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ করছে ভারত ৷ শুক্রবার সারা দেশ তাই শুভেচ্ছা জানাচ্ছে ইসরোর বিজ্ঞানীদের ৷ তাঁদের অক্লান্ত পরিশ্রমেই তৈরি হয়েছে ভারতের এই নতুন মহাকাশ যান 'চন্দ্রযান 3' ৷ এবার ইসরোকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এল বলিউডও ৷
একসময় মিশন মঙ্গল ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ৷ তাই রিল লাইফে হলেও তাঁকে বিজ্ঞানীদের কঠিন জীবনকে কাছ থেকে অনুভব করতে হয়েছে ৷ এদিন তিনি লেখেন, "এবার ওড়ার সময় এসেছে ৷ চন্দ্রযান 3-এর সঙ্গে জড়িত ইসরো প্রত্যেক বিজ্ঞানীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ কোটি কোটি মানুষ আজ আপনাদের জন্য প্রার্থনা করছে ৷"
অভিনেতা অনুপম খেরও ইসরোকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ টুইটারে তিনি এদিন লেখেন, "তৃতীয় চন্দ্র অভিযানের জন্য ভারত একেবারে তৈরি ৷ চন্দ্রযান উৎক্ষেপণের জন্য আমি ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই ৷ ঝান্ডা উঁচা রহে হামারা (সর্বদা বজায় থাকুক জাতীয় পতাকার সম্মান) ৷ জয় হিন্দ ৷"