পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Maidaan Teaser:ফুটবলের স্বর্ণযুগের গল্প নিয়ে 'ময়দান'-এ হাজির অজয় - ফুটবলের স্বর্নযুগের গল্প নিয়ে আসছেন অজয়

মুক্তি পেল অজয়ের নতুন ছবি 'ময়দান'-এর টিজার ( Maidaan Teaser Out) ৷ ছবিতে ফুটে উঠতে চলেছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প ৷

Maidaan Teaser
মুক্তি পেল অজয়ের ময়দান ছবির টিজার

By

Published : Mar 30, 2023, 2:10 PM IST

Updated : Mar 30, 2023, 3:01 PM IST

হায়দরাবাদ, 30 মার্চ:আগেই অজয় দেবগণ জানিয়েছিলেন তাঁর নতুন ছবি 'ভোলা'র মুক্তির দিনেই মুক্তি পাবে 'ময়দান'-এর প্রথম ঝলকও ৷ সেই অনুযায়ী এবার মুক্তি পেল 'ময়দান' ছবির টিজার ৷ অমিত শর্মা পরিচালিত এই ছবিতে ফুটে উঠবে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কাহিনি ৷ একটা সময় অলিম্পিক পদকের জন্য় লড়াই করেছিলেন ভারতীয় ফুটবলাররা ৷ সেই 1952-1962 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল যে উচ্চতা লাভ করেছিল তার কাহিনিই উঠে আসবে এই গল্পে (Maidaan Teaser Out)) ৷

বৃহস্পতিবার নিজেই ছবির ঝলক শেয়ার করেছেন অজয় ৷ তিনি লিখেছেন, 'ময়দানে নামবে এগারো জন কিন্তু তাঁরা দেখে মনে হবে একজন ৷ ময়দান আসছে 23 জুন ৷' বনি কাপুর প্রযোজিত এই ছবির প্রথম ঝলকই বেশ আকর্ষণ করেছে দর্শকদের ৷ অজয়ের প্রথম লুকও বেশ পছন্দ হয়েছে সকলের ৷ অজয়কে এখানে দেখা যাবে ভারতীয় দলের তৎকালীন কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে ৷ অজয়ের এই ছবি বায়োগ্রাফিক্যাল মানে জীবনীমূলক ৷

সাদা কালো যুগের ইতিহাসের পাতায় আরও একবার পা রাখার সুযোগ করে দিতে চলেছে এই ছবি ৷ এর আগে ছবির পোস্টারে সিগারেট হাতে অজয়ের একটি ছবি শেয়ার করেছিলেন নির্মাতারা ৷ তা দেখে গল্প সম্পর্কে খুব বেশি আভাস কিছুই মেলেনি ৷ এবারও যে গল্প নিয়ে খুব বিরাট কিছু ফাঁস করলেন নির্মাতারা তা নয় ৷ তবে এটুকু নিশ্চিত আমির, শাহিদ, বিগ বি-দের পর এবার স্পোর্টস ড্রামায় পা রাখলেন অজয়ও ৷

সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষও ৷ এটাই তাঁর প্রথম হিন্দি ছবি ৷ 2019 সালে শ্য়ুটিং শুরু হয়েছিল ছবিটির ৷ যদিও পরে করোনার কারণে ছবির শ্য়ুটিং কিছুটা পিছিয়ে যায় ৷ এবার এই বছর জুনের শেষের দিকে পর্দায় আসছে এই ছবি ৷ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গজরাজ রাও এবং প্রিয়া মানি ৷

আরও পড়ুন:সলমনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ খারিজ বম্বে হাইকোর্টে

Last Updated : Mar 30, 2023, 3:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details