কলকাতা, 12 জুন: হঠাৎ দেখলে চমকে উঠে শিহরিত হতেই হবে আপনাকে । পরনে সাদা আলখাল্লা এবং এলোকেশী, সাদা চোখে ছোট্ট একটা বিন্দুর ন্যায় মণি । আজ্ঞে হ্যাঁ, এ রকমই লুকে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'গোপনে মদ ছাড়ান'-এ (Gopone Mod Charan) ধরা দেবেন টেলিভিশনের বাবলি গার্ল ঐশ্বর্য সেন (Aishorjyo Sen)। সম্প্রতি এই ছবির শুটিং শেষ করেছেন তিনি ।
ঐশ্বর্য এই মুহূর্তে ওয়েবের কাজ নিয়ে বেশ ব্যস্ত (New Bengali film)। এর মাঝেই দিলেন নতুন খবর । তথাগতর ছবিতে ভূতের চেহারায় দেখা যাবে তাঁকে । ছবিতে ঐশ্বর্য কি ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে নাকি সত্যিই ভূত তা জানতে হলে দেখতে হবে ছবিটি ।
এ ব্যাপারে ঐশ্বর্য ইটিভি ভারতকে জানান, "চরিত্রটা ভীষণ এনজয় করছি । প্রথম কারণ এ রকম একটা ভয়ঙ্কর লুক । কী হতে চলেছে সেটা কেউ জানে না । তবে খুব তাড়াতাড়ি জানতে পারবে । প্রথম বাংলা ওয়ান টেক ফিল্ম । এটার সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে । অদ্ভুত পদ্ধতিতে কাজ করলাম । রিহার্সাল, ওয়ার্কশপ, রাস্তায় পুরো টিম, ক্যামেরা নিয়ে রিহার্সাল করেছি আমরা ।"