হায়দরাবাদ, 10 এপ্রিল:সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে সোমবার সন্ধ্যে ছ'টা নাগাদ ৷ তার আগে ফ্যানদের দারুণ একটি সারপ্রাইজ দিলেন ভাইজান ৷ রবিবার ইস্টার উপলক্ষে সোশাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন তারকারা ৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে করিনা কাপুর পর্যন্ত তালিকাটা বেশ লম্বা ৷ আর 57 বছর বয়সি অভিনেতা এদিনে তাঁর আঁকা ছবির মাধ্যমে সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ৷
ছবিটি পোস্ট করে সলমন লিখেছেন, "হ্য়াপি ইস্টার" ৷ ছবিতে দেখা গিয়েছে কালো রঙে আঁকা এক নারীর অবয়ব ৷ তার সামনে রয়েছে পানীয়ের পেয়ালা ৷ বলিউডের ভাইজানের এই প্রতিভার খবর যে এই প্রথমবার সামনে এল তা মোটেই নয় ৷ এর আগেও সলমনের এই প্রতিভার প্রশংসায় মুখর হয়েছেন ফ্য়ানেরা ৷ এদিনও তাঁর পোস্টের নীচে কমেন্টের বন্য়া ৷ কেউ লিখেছেন, "দারুণ সুন্দর একটি ছবি ৷ আমার ভাই সত্য়িই একজন দারুণ শিল্পী " ৷ কেউ আবার লিখেছেন, "আরে অসাধারণ একটি ছবি স্য়ার ৷ সত্যিই দৃষ্টি নন্দন ৷ হ্যাপি ইস্টার ৷"