কলকাতা, 5 সেপ্টেম্বর:এ বছর একটি বিনোদন চ্যানেলের মহালয়া অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্যে পাওয়া যাবে সন্দীপ্তা সেনকে । এর আগে একাধিকবার মহালয়ায় দুর্গা সেজেছেন তিনি । বাংলা ধারাবাহিক 'দুর্গা'তে দুর্গা চরিত্রে অভিনয় করেছেন । দেবীশক্তি ছিল সেই দুর্গার মধ্যে । এ হেন সন্দীপ্তা এ বারও দেখা দেবেন ছোট পর্দার মহালয়ার অনুষ্ঠানে, তিনি নিজেই এ কথা জানালেন ইটিভি ভারতকে । তাঁর এ বারের পুজো পরিকল্পনা থেকে পুজোর প্রেম এবং নস্ট্যালজিয়ার খবর নিল ইটিভি ভারত ।
ইটিভি ভারত:পুজো প্ল্যানিং কী এ বারের ?
সন্দীপ্তা: প্রত্যেকবার পুজোয় বাইরে যাই । তবে, এ বার আমি কলকাতায় থাকছি । এটা অনেকদিন পর হল । কিছু পুজো উদ্বোধনের কাজ আছে এ বছর । তবে, পুজো পরিক্রমায় আমি সে ভাবে খুব একটা থাকি না । এ বারেও এখনও পর্যন্ত কোনও কথা হয়নি কারওর সঙ্গে । আমি বাড়ি শিফট করেছি । আর আমাদের কমপ্লেক্সে পুজোও হচ্ছে । তাই অঞ্জলি এ বার সেখানেই দেব । বন্ধুবান্ধবদের সমানভাবে সময় দিতে পারব কলকাতায় থাকছি বলে । আর বাবা-মাকে তো সময় দিইই ।
ইটিভি ভারত: পুজোয় প্রেম হয়েছে কখনও ?
সন্দীপ্তা: না না । আমরা অনেকগুলো তুতো ভাইবোন । একসঙ্গে বেরোলে কোনও ছেলে তাকালে দিদিদের উস্কে দিতাম আর বলতাম ওই দেখো ছেলেটা তোমাকে দেখছে । অন্যকে প্রেমে উস্কানি দিয়েছি । নিজে কিছু করিনি । গতবার অঞ্জলি দেওয়ার পর আমি আর সৌম্য টানা রিকশায় চেপে একটু ঘুরেছিলাম । ভবানিপুরে যেহেতু আমার আদি বাড়ি, তাই হরীশ পার্কের পুজোটা আমার কাছে খুব স্পেশাল । সকালবেলা হরীশ পার্কের ঠাকুর দেখার পর আমরা টানা রিকশায় উঠে এক চক্কর দিয়ে আবার হরীশ পার্কে ফিরে আসি । অনেকদিন পর টানা রিকশায় উঠেছিলাম । ওটা ঘিরে আমার নস্ট্যালজিয়া আছে ।
আরও পড়ুন:এবার পুজোয় ঘুরে আসুন বাংলার 'সুইৎজারল্যান্ডে', সিটংয়ের কাছেই মনোরম সেই জায়গা