পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sushmita Sen at Lakme fashion week: হার্ট-অ্যাটাক অতীত, সবুজ লেহেঙ্গায় ব়্যাম্পে ঝড় তুললেন সুস্মিতা - After braving heart attack

ফিরলেন, হাঁটলেন ব়্যাম্পে, সকলে মন্ত্রমুগ্ধও করলেন সুস্মিতা সেন ৷ ব়্যাম্পে ঝড় তুলে চলে গেলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷ হার্ট-অ্যাটাকের পরে একমাসের মধ্যেই ব়্যাম্পে আগমন তাঁর ৷ পরনে ছিল সবুজ লেহেঙ্গা ৷ দেখে নিন তারই কিছু ঝলক (Sushmita Sen LFW 2023 walk video) ৷

Sushmita Sen
সুস্মিতা সেন

By

Published : Mar 11, 2023, 8:51 PM IST

কলকাতা, 11 মার্চ: 'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে...'। কোনও কিছুই তাঁকে আটকে রাখতে পারবে না ৷ কারণ তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ৷ ছোটবেলা থেকেই নিজের ভাগ্য গড়েছেন নিজের হাতে ৷ পড়েছেন ফের উঠে দাঁড়িয়েছেন ৷ তাঁর সৌন্দর্যে যেমন ঘায়েল বিশ্ববাসী, তেমনই মনের জোর হার মানাবে যে কাউকেই ৷ তাই হার্ট-অ্যাটাকের পরই স্বমহিমায় ফের ব়্যাম্পে হাজির এই বলিউড ডিভা (Sushmita Sen walks ramp at LFW 2023) ৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷

ল্যাকমি ফ্যাশন সপ্তাহে হাঁটলেন প্রাক্তন মিস ইউনিভার্স: সম্প্রতি ল্যাকমি ফ্যাশন সপ্তাহের মঞ্চে দেখা গেল তাঁকে ৷ প্রাক্তন বিউটি কুইন সুস্মিতা সেন সবাইকে চমকে দিয়ে ফিরেছেন পুরনো ছন্দে ৷ তাঁর কাজে ৷ তাঁকে কেউ দেখলে টেরই পাবে না তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷ ফ্যাশন গালায় সুস্মিতা তাঁর নিজস্ব ভঙ্গিতেই হাসি মুখে র‌্যাম্প আগুন ধরান ৷ তিনি ডিজাইনার অনুশ্রী রেড্ডির পোশাকে র‌্যাম্পে তাঁর যাদু ছড়ান (Sushmita Sen first ramp walk after heart attack)।

সুস্মিতা সেন মানেই সৌন্দর্য্য ও গ্ল্যামারের মেল বন্ধন:এবারও তা বাদ যায় কেন ৷ শনিবার ল্যাকমি ফ্যাশন সপ্তাহ 2023-এ তাঁর উপস্থিতি র‌্যাম্পে ঝড় তোলে ৷ অভিনেতা এদিন একটি সবুজ ভলিউমিনাস লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলে ছিলেন ৷ অনুশ্রী রেড্ডির শোতে শিরোনামে ছিলেন সুস্মিতাই ৷ তিনি যখনই র‌্যাম্পে হাঁটেন তাঁকে ভীষণ সুন্দর লাগে । এবারেও সমস্ত স্পটলাইট কাড়লেন তিনিই ৷ নসিবো লাল এবং আবিদা পারভীনের 'তু ঝুম' গানটি বাজছিল পিছনে ৷ আর সামনে হেঁটে আসছিলেন সুস্মিতা ৷ তাঁকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখলেন দর্শক । মাঝে একটু নাচলেনও তিনি ৷ হাতে ছিল একটি ফুলের বুকে ৷ সেটাকে সামনে এসে তুলে দিলেন অন্য একজনের হাতে ৷ ফেরার পথে সুস্মিতা নিজেই হাততালি দিতে শুরু করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার সঙ্গে যোগ দেন ।

ডিজাইনারের প্রশংসা সুস্মিতার মুখে: অনুশ্রীর সঙ্গে তাঁর সহযোগিতার বিষয়ে কথা বলার সময় সুস্মিতা হায়দারবাদ-ভিত্তিক এই ডিজাইনারের প্রশংসা করেন (Sushmita Sen walks for anushree reddy)৷ সুস্মিতা অনুশ্রীর অহিলিয়ার কালেকশন তুলে ধরেন ৷ এর জন্য একদম সঠিক পছন্দ তিনিই ৷ কারণ এই ডিজাইন সমস্তটাই ক্ষমতাশালী মহিলাদের সম্পর্কে ৷ আর সুস্মিতা সেন পরিচিত পাওয়ারফুল উইমেন হিসাবেই ৷ তাই প্রাক্তন মিস ইউনিভার্সের চেয়ে ভালো কে আর এই থিমটি উপস্থাপন করতে পারে ?

এই মাসের শুরুতে হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন:তারপর ল্যাকমি ফ্যাশন সপ্তাহের মাধ্যমে প্রথম জনসাধারণের সামনে এলেন তিনি । অভিনেতার একটি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছিলেন । তিনি একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনের সময় একথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ৷ সুস্মিতা আর্য 3 সেটে আবার ফিরে আসবেন ৷ তবে যখন ডাক্তাররা মনে করবেন তিনি কাজে ফিরে আসার মতো সুস্থ তখনই বলে তিনি জানান । অভিনেতাকে আসন্ন ছবি তালিতে দেখা যাবে গৌরী সাওয়ান্ত নামে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে।

আরও পড়ুন:হার্ট অ্যাটাক সুস্মিতা সেনের, অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে বসল স্টেন্ট

ABOUT THE AUTHOR

...view details