হায়দরাবাদ, 29 মে: 16 জুন মুক্তি পেতে চলেছে ওম রাউত পরিচালিত নতুন ছবি 'আদিপুরুষ' ৷ আর এবার মুক্তি পেল ছবির নতুন গান 'রাম সিয়া রাম' ৷ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম গান 'জয় শ্রী রাম' ৷ সেই গানটির কথা লিখেছিলেন মনোজ মুন্তাসির শুক্লা ৷ আর গানটি গেয়েছেন অজয়-অতুল ৷ 'রাম সিয়া রাম' গানটিতে কণ্ঠ দিয়েছেন সচেত ট্যান্ডন ও পরম্পরা ট্যান্ডন ৷ এই গানেরও কথা লিখেছেন মনোজ ৷ সুর দিয়েছেম চেত এবং পরম্পরাই ৷
গানে ধরা পড়েছে রাঘব এবং জানকী মাতার করুণ কাহিনি ৷ এই গানকে ছবির মূল 'স্পিরিট' বলে বর্ননা করেছেন অনেকেই ৷ এদিকে সম্প্রতি আইফাতে এসে অভিনেত্রী কৃতি স্যানন বলেছিলেন, 'রাম সিয়া রাম' গানটি নিয়ে তাঁকে আচ্ছন্ন করে রেখেছে ৷ ৷ এখন গানটি দর্শকের মন কতখানি জয় করতে পারে সেটাই দেখার ৷ সচেত-পরম্পরা তাঁদের মন কতখানি জয় করতে পারবেন তার উত্তর মিলবে 16 জুন ৷