পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush New Song: মুক্তি পেল 'জয় শ্রী রাম', গানে গানে রঘুপতিবন্দনা 'আদিপুরুষ' ছবিতে - Jai Shri Ram is Out Now

শনিবার মুক্তি পেল ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির গান 'জয় শ্রী রাম' ৷ এই গানে সুর এবং কণ্ঠ দিয়েছেন অজয়-অতুল ৷

Jai Shri Ram is Out Now
মুক্তি পেল আদিপুরুষ ছবির নতুন গান জয় শ্রী রাম

By

Published : May 20, 2023, 2:26 PM IST

Updated : May 20, 2023, 2:52 PM IST

হায়দরাবাদ, 20 মে:'রামায়ণ'-কে নতুন আদলে নতুন প্রজন্মের কাছে নিয়ে আসতে পরিচালক ওম রাউত তৈরি করছেন 'আদিপুরুষ' ৷ এই ছবিতে রামায়ণ কাহিনি উঠে আসবে টেকনলজি এবং ভিএফএক্সের আধুনিক ব্যবহারে ৷ ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি স্যানন আর লক্ষণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং ৷ এবার সামনে এল ছবির নতুন গান 'জয় শ্রী রাম' ৷

মনোজ মুন্তাসির শুক্লা রচিত এই গানে সুরারোপ এবং গলা দিয়েছেন অজয়-অতুল ৷ 2 মিনিট 39 সেকেন্ডের এই গান যে ছবির মূল ভাবনাকে ধরে রেখেছে তা বলাই বাহুল্য় ৷ পরিচালক আগেই জানিয়েছিলেন, রামকথাকে তিনি আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরতে চান ৷ দেশ এবং বিদেশে যাঁরা রামায়ণ সম্পর্কে আগ্রহী নন, তাঁরাও এই এই ছবির হাত ধরে আগ্রহী হয়ে উঠবেন এটাই তাঁর আশা ৷ ছবির টিজার মুক্তি পেয়েছিল গতবছর ৷ রাম জন্মভূমি রূপে পরিচিত অযোধ্য়ায় এই ছবির টিজারটি সামনে আনেন নির্মাতারা ৷

কিন্তু সেই টিজার সামনে আসার পরেই ছবিতে রাম-সীতা এবং বিশেষত লঙ্কেশ রাবনের লুক নিয়ে সমালোচনা তৈরি হয় ৷ রাবনের চরিত্রে এই ছবিতে দেখা যাবে সইফ আলি খানকে ৷ এই চরিত্রের জন্য যে লুকটি তৈরি করেছেন ওম রাউত তা পছন্দ হয়নি কারও ৷ তারপর ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে এই মাসের 9 তারিখ ৷ সেখানে আবার প্রায় দেখাই যায়নি সইফকে ৷ তাই এই নিয়েও নানান বিতর্ক সামনে এসেছে ৷ কারও মতে বিতর্ক এড়াতেই রাবনকে ট্রেলারে দেখানো হয়নি ৷ কারও আবার মত অন্য় ৷ কেউ কেউ তো সীতার লুকও একেবারেই মেনে নিতে পারেননি ৷

নিউ ইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্য়ালে আগামী 13 জুন ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে 'আদিপুরুষ' ছবির ৷ ছবিতে যেভাবে তুলে ধরা হয়েছে রাম কাহিনি তা এখন কতটা মন কাড়তে পারে দর্শকের সেটাই এখন দেখার ৷ তবে তার জন্য় 16 জুন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ কারণ ওই দিনই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন:চল্লিশে পা জুনিয়র এনটিআরের, জেনে নিন নায়কের 'গোপন কথাটি'

Last Updated : May 20, 2023, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details