মুম্বই, 21 মে: "এবার আমাকে জানাতে হবে প্রথম রানার আপের নাম । মনে রাখতে হবে প্রথম রানার আপের নাম খুব গুরুত্বপূর্ণ। প্রথম রানার আপ হয়েছেন মিস কলম্বিয়া, তার মানে সুস্মিতা সেন, মিস ইন্ডিয়া, তুমি এখন নতুন মিস ইউনিভার্স 1994। দ্য স্টেজ ইজ ইয়োরস। এনজয় ইয়োর মোমেন্ট।..." মনে আছে টিভির পর্দায় দেখা এই কথাগুলো ! রঙিন, আলোকোজ্জ্বল গ্ল্যামারের দুনিয়ায় প্রথম কোনও ভারতীয় নারী নাম উজ্জ্বল করেছিলেন দেশের। তিনি দেশের প্রথম 'মিস ইউনিভার্স' সুস্মিতা সেন। 29 বছরের সেই জার্নি আজও বাঙালি তথা ভারতবাসীর আবেগকে মোচড় দেয়। রবিবার প্রায় তিন দশক আগের সেই স্মৃতিতে আরও একবার ডুব দিলেন সুস্মিতা অনুরাগীরা।
বলিউডে অন্যতম সেরা অভিনেত্রীদর মধ্যে একজন সুস্মিতা সেন। একজন বাঙালি হয়ে ব্রহ্মান্ড সুন্দরীর মঞ্চে যিনি ভারতের মাটিতে এনে দিয়েছিলেন আলাদা মর্যাদা । লাইম লাইটের সেই স্মৃতি ফিরে ফিরে এল রবিবার । 1994 সালের 21 মে সুস্মিতার মুকুটে জুড়েছিল মিস ইউনিভার্সের পালক। স্মৃতির সরণি বেয়ে সেই সময়ে ফিরে গিয়েছেন সুস্মিতা নিজেও। সোশাল মিডিয়ায় তাঁর পুরনো ছবি শেয়ার করে লিখেছেন লম্বা একটি পোস্ট ।
সুস্মিতা লিখেছেন, "এই ছবিটা 29 বছর পুরনো। এটি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্ত । তিনি খুব সুন্দরভাবে একজন 18 বছর বয়সি আমাকে ফ্রেম করেছিলেন । একটা ছোট্ট হাসি দিয়ে তিনি আমাকে বলেছিলেন, তুমি প্রথম মিস ইউনিভার্স, আমি যাঁর ছবি তুললাম। আসলে আমার গর্বের সঙ্গে বলা উচিত, ভারতের প্রথম মিস ইউনিভার্স।"