কলকাতা, 14 জুলাই: টানা 23 দিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জুন মাসের 21 তারিখ থেকে হাসপাতালে ভরতি ছিলেন প্রখ্যাত এই অভিনেত্রী। সেলুলাইটিসের সমস্যা বা পায়ে সংক্রমণের সমস্যা নিয়ে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন 'সত্যজিতের চারুলতা'। সেই সমস্যা থেকে রেহাই মিললেও বর্তমানে তাঁকে বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, সেলুলাইটিসের চিকিৎসা করাতে ভরতি হয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। চিকিৎসক বিশ্বজিত ঘোষদস্তিদারের নেতৃত্ব একটি চিকিৎসক কমিটির তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। সেলুলাইটিসের কারণে তাঁর দু'পা জুড়ে র্যাশ বেরিয়েছিল। এরপর বেশ কিছু টেস্টের পর জানা যায়, প্রবীণ অভিনেত্রীর পায়ে সংক্রমণ হয়েছে। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। তবে এই সমস্যা ছাড়াও প্রবীণ এই অভিনেত্রী ভোগেন উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যায়। তবে এই মুহূর্তে তাঁর সুগারের মাত্রা আয়ত্ত্বের মধ্যে।