পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ileana D’Cruz: মা হলেন ইলিয়ানা, প্রকাশ করলেন সন্তানের নাম ও ছবি - পুত্র হল ইলিয়ানার

Ileana D’Cruz blessed with baby boy: মা হয়েছেন গত মঙ্গলবার ৷ তার 4 দিন পর অর্থাৎ শনিবার সেই সুখবর দিলেন ইলিয়ানা ডি'ক্রুজ ৷ সন্তানের নাম ও ছবিও প্রকাশ করলেন অভিনেত্রী ৷

Ileana D’Cruz
ইলিয়ানা ডি'ক্রুজ

By

Published : Aug 6, 2023, 10:01 AM IST

মুম্বই, 6 অগস্ট:সুখবর দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ ৷ তিনি মা হয়েছেন ৷ জন্ম দিয়েছেন একটি পুত্র সন্তানের ৷ সন্তানের নাম ও ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী ৷

ছবি পোস্ট করে দিলেন সুখবর: ইলিয়ানা শনিবার ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে তাঁর জীবনের এই দারুণ আনন্দের খবরটি ভাগ করে নেন ৷ নিজের প্রোফাইলে সদ্যোজাত শিশুপুত্রের একটি মিষ্টি ছবি শেয়ার করে তাঁর প্রথম সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি । ছবিতে দেখা গিয়েছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে ফুটফুটে একরত্তি ৷ ইলিয়ানা তাঁর শিশুপুত্রের নাম রেখেছেন 'কোয়া ফিওনিক্স ডোলান' ৷

ছবিটি শেয়ার করে নতুন মা লিখেছেন, "আমাদের প্রিয় ছেলেকে পৃথিবীতে স্বাগত জানিয়ে আমরা কতটা আনন্দিত তা কোনও শব্দে ব্যাখ্যা করা যায় না । হৃদয় পূর্ণ হয়ে গিয়েছে ।"

অভিনন্দনের বন্যা: তবে শনিবার নয়, ইলিয়ানার পুত্র জন্মেছে 1 অগস্ট, অর্থাৎ গত মঙ্গলবার ৷ তার পাঁচ দিন পর এই সুখবর জানালেন অভিনেত্রী ৷ তিনি খবরটি ঘোষণা করার পরপরই, তাঁর বন্ধু ও অনুরাগীরা লাল হৃদয়ের ইমোজি ও অভিনন্দন বার্তায় প্লাবিত করেছে তাঁর পোস্টের মন্তব্য বিভাগ ৷ অভিনেত্রী নার্গিস ফাকরি লিখেছেন, "ওমজি অভিনন্দন !!!!!! ঈশ্বর আশীর্বাদ করুন !!! লিও ছেলে ।" অর্জুন কাপুর ও হুমা কুরেশি হার্ট ইমোজি দিয়েছেন । একজন ব্যবহারকারী লিখেছেন, "অভিনন্দন, আপনি প্রথম যিনি তাঁর নবজাতক শিশুর ছবি দেখাচ্ছেন ৷ ঈশ্বর তোমাদের উভয়ের মঙ্গল করুন ।"

আরও পড়ুন:কে তাঁর জীবনের রহস্যময় পুরুষ? খোলসা করলেন ইলিয়ানা

সম্প্রতি ডিনার ডেটের ছবি পোস্ট: প্রথম থেকেই ইলিয়ানা তাঁর ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই বেশি পছন্দ করেছেন ৷ তবে, সম্প্রতি তিনি তাঁর জীবনে আসা রহস্যময় পুরুষের ছবি প্রকাশ করেন । তাঁর সঙ্গে একটি ডেট নাইটের ছবি প্রকাশ করেন ইলিয়ানা ৷ তিনি ইনস্টা স্টোরিতে তাঁর ভক্তদের কাছে সেই ডিনার ডেটের ছবি তুলে ধরেন ৷

জল্পনা ছিল ক্যাটরিনার ভাইকে নিয়ে: এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে জল্পনা ছড়িয়েছিল যে, ইলিয়ানা ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন । মালদ্বীপে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁকেও ছুটি কাটাতে দেখা গেলে তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে পড়ে । ইলিয়ানা এর আগে চিত্রগ্রাহক অ্যান্ড্রু নীবোনের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন ।

কর্মক্ষেত্রে ইলিয়ানা: এ দিকে, কর্মক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছিল দ্য বিগ বুলে, তাঁর সহ-অভিনেতা ছিলেন অভিষেক বচ্চন । চলচ্চিত্র নির্মাতা কুকি গুলাটি ছবিটি পরিচালনা করেন এবং এটির প্রযোজনা করেছিলেন অজয় দেবগন । ইলিয়ানাকে পরবর্তীতে রণদীপ হুদার সঙ্গে 'আনফেয়ার অ্যান্ড লাভলি'-তে দেখা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details