কলকাতা, 24 মে: গতকাল বৈভবী উপাধ্য়ায়কে হারানোর শোক কাটতে না কাটতেই আরও একবার বিনোদন জগতে নামল শোকের ছায়া ৷ প্রয়াত হলেন জনপ্রিয় টেলি অভিনেতা নীতেশ পাণ্ডে ৷ মহারাষ্ট্রের নাসিকের একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদযন্ত্র বিকল হওয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার ৷ নাসিকের ইগাতপুরি এই হোটেলে ইতিমধ্য়েই পৌঁছেছে পুলিশ ৷ মৃত্য়ুর সঠিক কারণ জানতে অবশ্য় ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই ৷ তবে পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে ৷
ইতিমধ্য়েই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ ৷ এছাড়া অভিনেতার ঘনিষ্টদেরও সঙ্গেও কথা বলা হয়েছ ৷ হৃদরোগই একমাত্র কারণ না কি আরও কোনও ঘটনা রয়েছে এর মধ্য়ে তা এখনও নিশ্চিত নয় ৷ মূলত 'অনুপমা' ধারাবাহিকে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল ৷ ধারাবাহিকে তাঁর চরিত্রটির নাম ছিল ধীরজ কুমার ৷ এছাড়া 'ওম শান্তি ওম', 'বধাই দো'-র মতো ছবিতেই কাজ করেছেন তিনি ৷ তাঁর মৃ্ত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া ৷