মুম্বই, 9 ডিসেম্বর: সুপারস্টার আমির খান জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফিরতে চান না তিনি (Aamir Khan on coming back to acting)৷ এক বছরের বিরতি নিয়ে আগামী বছর আবার পর্দায় কামব্য়াক করতে চান তিনি ৷ যদিও তাঁর একটি ছোট্ট চরিত্র দর্শকরা দেখতে পাবেন 'সালাম ভেঙ্কি' ছবিতে ৷ কাজল-বিশালের এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ শুক্রবার মুক্তি পেল এই ছবি ৷ তরুণ দাবা খেলোয়াড় কোলাভেন্নু ভেঙ্কটেশের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি ৷ তিনি 2004 সালে প্রয়াত হন(Aamir Khan at Salaam Venky premiere ) ৷
তাঁর আগামী কাজ নিয়ে বলতে গিয়ে আমির বলেন, "আমি কিছুই করছি না । আমি অনেক দিন ধরে কাজ করছি ৷ তাই এখন আমি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই । পানি ফাউন্ডেশনের কাজ চলছে এবং আরও কিছু কাজ হাতে আছে । এক বছর পর অভিনয়ে ফিরব । কিন্তু আমাকে এই ছবিতে (সালাম ভেঙ্কি') একটি ছোট চরিত্রে দেখতে পাবেন (Aamir Khan on upcoming films) ৷” বৃহস্পতিবার ছবির প্রিমিয়ারে এসে পরিচালক রেবতীকেও ধন্য়বাদ দিতে ভোলেননি আমির ৷ তিনি জানিয়েছেন, "আমি খুবই আনন্দিত যে রেবতী আমাকে এই ছবির অংশ হওয়ার সুযোগ দিয়েছে ৷ এটি একটি সত্য ঘটনা । ভেঙ্কি কয়েক বছর আগেও আমাদের মধ্য়ে ছিলেন। তার মা সুজাতা এবং তাঁদের এই গল্প খুবই অনুপ্রেরণাদায়ক।"