হায়দরাবাদ, 26 এপ্রিল:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব আসতে চলেছে আগামী রবিবার ৷ এই অনুষ্ঠানের মাধ্য়মে নিজের মনের কথা দর্শকদের পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ব্যতিক্রমী মানুষের কাহিনিও শুনিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁরা অনুপ্রেরণা হয়ে উঠেছেন প্রচুর মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীর এই 'মন কি বাত' অনুষ্ঠান এমনই প্রভাব ফেলেছে জন মানসে ৷ এমনটাই মনে করছেন বলিউডের 'লাল সিং চাড্ডা' ৷
'মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব নিয়ে উৎসবের আমেজ তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই অনুষ্ঠানে 99টি পর্বে যে সমস্ত সংস্থার নাম নিয়েছেন প্রধানমন্ত্রী তাদের সকলকে নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে এক বিশেষ সম্মেলন ৷ এই ন্যাশান্যাল কনক্লেভেই দেখা গেল আমির খানকেও ৷ সেখানে এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "ভারতের জনমানসে 'মন কি বাত' অনুষ্ঠানের বিপুল প্রভাব পড়েছে ৷ সত্যিই একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷"