হায়দরাবাদ, 7 অগস্ট :বাকি আর মাত্র এক মাস ৷ তারপরেই ফের সিলভার স্ক্রিন কাঁপাতে আসছে 'জওয়ান' থুড়ি শাহরুখ খান ৷ তার আগে সোমবার সোশাল মিডিয়ায় নয়া ছবিমুক্তির তারিখ অনুরাগীদের আরও একবার মনে করিয়ে দিলেন বলিউডের কিং খান ৷ সামনে আনলেন নতুন একটি পোস্টারও ৷ টিক টক করে এগোচ্ছে সময় ৷ আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, জানালেন বাদশা ৷
সোমবার সোশাল মিডিয়ায় শাহরুখ 'জওয়ান' ছবির একটি পোস্টার সামনে এনেছেন ৷ যেখানে ব্যাকগ্রাউন্ডে দেখা গিয়েছে শাহরুখের ব্যান্ডেজ বাঁধা মুখ এবং সামনে রয়েছে মুণ্ডিতমস্তকে শাহরুখের লুক ৷ একরঙা ছবিতে এসআরকের পরনে দেখা গিয়েছে ডেনিম জ্যাকেট, ভিতরে টি-শার্ট ৷ সঙ্গে ক্যাট-আই সানগ্লাস চেহারায় এনেছে স্যাস লুক ৷
'জওয়ান'-এর নতুন এই পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, অ্যাকশন মুডে তৈরি রয়েছেন শাহরুখ খান ৷ হাতে বন্দুক সেই ইমেজকে করেছে আরও জোরালো ৷ এই ছবি পোস্ট করার পাশাপাশি কিং খান আরও একবার মনে করিয়ে দিয়েছেন জওয়ান মুক্তির তারিখ ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, " আমি ভালো না খারাপ তা 30 দিন পর জেনে যাবেন ৷ রেডি আছেন তো? একমাস পর জওয়ান ৷ 7 সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে জওয়ান ৷"