কৃষ্ণনগর, ২০ এপ্রিল : "স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ।" কাতর আবেদন নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের স্ত্রী অনিশা যশের । বৃহস্পতিবার কর্মরত অবস্থায় নির্বাচন সংক্রান্ত কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান EVM এবং VVPAT-র নদিয়া জেলার দায়িত্বে থাকা অফিসার অর্ণব রায় । 40 ঘণ্টা অতিক্রান্ত হলেও খোঁজ পাওয়া যায়নি তাঁর ।
বৃহস্পতিবারও ৬ বার কথা হয়েছে অর্ণবের সঙ্গে : অনিশা - evm
নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের স্ত্রী অনিশা যশের কাতর আবেদন, "স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ।"
অনিশা
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী অনিশা । তিনি বলেন, "প্রশাসনের আরও একটু তৎপর হওয়া দরকার ।" তিনি আরও বলেন, "আমার স্বামীর কোনও ডিপ্রেশান ছিল না । যেদিন নিখোঁজ হন সেদিনও স্বামীর সঙ্গে ৬ বার ফোনে কথা হয়েছে । কিন্তু কী কারণে হঠাৎ নিখোঁজ হয়ে গেল সে বিষয়েও আমি কিছু বুঝতে পারছি না ।"
পাশপাশি তিনি বলেন, "আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি কোনও গুজব ছড়াবেন না । ও ডিপ্রেশনে ভুগছিল না । সুস্থ ছিল । তিনদিন হয়ে গেলেও ওর কোনও খোঁজ পাইনি ।"