বাগদা (বনগাঁ), 6 মে : মক পোলের 55 টি ভোট ডিলিট না করেই ভোটগ্রহণ শুরু করার অভিযোগ উঠল । বাগদার উত্তর সুন্দরপুর এফ পি স্কুলের 252 নম্বর বুথের ঘটনা । অভিযোগ, প্রিজ়াইডিং অফিসারকে জানিয়েও কোনও লাভ হয়নি ।
বাগদায় মক পোল ডিলিট না করেই শুরু ভোট
তৃণমূল, BJP, CPI(M)-র তরফে অভিযোগ, প্রিজ়াইডিং অফিসার নাসিরুদ্দিন খানকে এই বিষয়ে জানানো সত্ত্বেও তিনি ভোট পর্ব চালিয়ে যান ।
নাসিরুদ্দিন খান
তৃণমূল, BJP, CPI(M)-র তরফে অভিযোগ, বিষয়টি তারা প্রিজ়াইডিং অফিসার নাসিরুদ্দিন খানকে জানিয়েছিলেন । কিন্তু তিনি সেই অভিযোগের কোনও গুরুত্ব না দিয়ে ভোটগ্রহণ চালিয়ে যান ।
বিষয়টি নিয়ে ওই বুথের প্রিজ়াইডিং অফিসার নাসিরুদ্দিন খানকে সাংবাদিকরা প্রশ্ন করেন । তখন তিনি বিষয়টি স্বীকার করে বলেন, "ভুল হয়ে গেছে ।"
Last Updated : May 11, 2019, 10:11 PM IST