বিষ্ণুপুর, 10 মে : পতাকা লাগানোকে কেন্দ্র করে BJP-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, গতরাতে দলীয় পতাকা লাগানোর সময় তিন BJP কর্মী-সমর্থকদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরের ভান্ডারিয়া এলাকার ঘটনা । আহতদের স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মেহেদি হাসান হালদার নামে জখম এক BJP কর্মী।
পতাকা লাগানোয় BJP কর্মীদের মার, অভিযুক্ত তৃণমূল - election
দলীয় পতাকা লাগানোর সময় তিন BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি বিষ্ণুপুরের ভান্ডারিয়া এলাকার ।
মেহেদি জানান, গতরাতে তাঁরা BJP-র পতাকা লাগাচ্ছিলেন এলাকায়। সেই সময় তাঁদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। তাল হাবিব শেখ ও তার ১৫ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয়। মারধর করে। জামাকাপড়ও ছিড়ে দেয় বলে অভিযোগ। BJP-র পতাকা খোলা না হলে তাঁদের আরও মারধর করা হবে বলে হুমকিও দেয় হাবিব। মেহেদির বক্তব্য, "আমরা BJP-র ফেস্টুন লাগাচ্ছিলাম। হঠাৎ তৃণমূল আশ্রিত দালালরা আসে। এসেই আমাদের মারধর শুরু করে। মারতে মারতে ফেস্টুন খোলায়। ওরা 5-6 জন ছিল। মোবাইল ক্যামেরায় ছবিও তুলল। ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ওই আগ্নেয়াস্ত্র দিয়ে আমার মাথায় মারতে গেছিল। আমি মুখ সরিয়ে নিয়েছিলাম। নাক ফেটে যায়। তাল হাবিব তৃণমূল করে। গুন্ডামি করে। থানায় অভিযোগ জানিয়েছি। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।"
জেলা BJP সহ সভাপতি সুফল ঘাঁটু জানান, তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রের BJP প্রার্থী নীলাঞ্জন রায় বলেন, "তৃণমূল বুঝতে পেরেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তাদের হাতছাড়া হবে। সেই ভয় পেয়েই BJP কর্মী-সমর্থদের মারধর করেছে। ভয় দেখাচ্ছে।" তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা স্বপন মণ্ডল।