পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মমতার সামনেই গো ব্যাক স্লোগান সব্যসাচীকে, বললেন শুনতে পাইনি

আজ রাজারহাটের চিনারপার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই সব্যসাচীকে গো ব্যাক স্লোগান শুনতে হয় দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে ।

সব্যসাচী

By

Published : May 2, 2019, 8:38 PM IST

রাজারহাট, 2 মে : নিজের বিধানসভা এলাকাতেই গো ব্যাক স্লোগান শুনতে হল সব্যসাচী দত্তকে । আজ রাজারহাটের চিনারপার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই সব্যসাচীকে গো ব্যাক স্লোগান শুনতে হয় দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে । ক্ষুব্ধ মমতা তাদের চুপ করতে বলেন । এই বিষয়ে সব্যসাচীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এরকম কিছু শুনতে পাইনি।" এরপর সব্যসাচীবাবু পাশে থাকা পূর্ণেন্দু বসু এবং রথীন ঘোষকে জিজ্ঞেস করেন, "তোমরা কেউ কি গো ব্যাক স্লোগান শুনেছ?"

নিজের বিধানসভা এলাকাতে সভা হওয়া সত্ত্বেও আজ সব্যসাচীবাবু দেরিতে পৌঁছান । সভার পরিচালনা থেকেও ব্রাত্য ছিলেন তিনি । দেরিতে পৌঁছানোর বিষয় নিয়ে অবশ্য তাঁর সাফাই, "আমাকে যে টাইম দেওয়া হয়েছিল সে টাইমেই আমি এসেছি ।" পাশাপাশি রাজারহাট-নিউটাউন এলাকায় তৃণমূলের প্রচারে তাঁকে না দেখতে পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অন্য অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ।"

আজ সভায় রাস্তাঘাটের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে যারা দায়িত্বে আছে তাদের রাস্তাঘাটের বিষয়টা দেখতে হবে । কাউন্সিলরদেরও দেখতে হবে ।" এই বিষয়ে বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচীর জবাব "রাস্তার দায়িত্বে ডেপুটি মেয়র। তাঁর সঙ্গে কথা বলে নিন ।"

আজ সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কৃষ্ণনগরের প্রাক্তন CPI(M) সাংসদ জ্যোতির্ময়ী সিকদার । 2004 থেকে 2009 সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি । তৃণমূলে যোগ দিয়ে জ্যোতির্ময়ী বলেন, "যে দলে ছিলাম সেই দলের নেতারা আর যোগাযোগ রাখেন না । ব্রাত্য হয়ে অভিমান নিয়েই দল ছেড়েছি ।

আজ সভায় বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন সুদর্শন ঘোষ দস্তিদার, সৌরভ চক্রবর্তী, সুজিত বসু, সব্যসাচী দত্ত, দোলা সেন, রথীন ঘোষ, পূর্ণেন্দু বসু, তাপস চট্টোপাধ্যায় প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details