রাজারহাট, 2 মে : নিজের বিধানসভা এলাকাতেই গো ব্যাক স্লোগান শুনতে হল সব্যসাচী দত্তকে । আজ রাজারহাটের চিনারপার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই সব্যসাচীকে গো ব্যাক স্লোগান শুনতে হয় দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে । ক্ষুব্ধ মমতা তাদের চুপ করতে বলেন । এই বিষয়ে সব্যসাচীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এরকম কিছু শুনতে পাইনি।" এরপর সব্যসাচীবাবু পাশে থাকা পূর্ণেন্দু বসু এবং রথীন ঘোষকে জিজ্ঞেস করেন, "তোমরা কেউ কি গো ব্যাক স্লোগান শুনেছ?"
নিজের বিধানসভা এলাকাতে সভা হওয়া সত্ত্বেও আজ সব্যসাচীবাবু দেরিতে পৌঁছান । সভার পরিচালনা থেকেও ব্রাত্য ছিলেন তিনি । দেরিতে পৌঁছানোর বিষয় নিয়ে অবশ্য তাঁর সাফাই, "আমাকে যে টাইম দেওয়া হয়েছিল সে টাইমেই আমি এসেছি ।" পাশাপাশি রাজারহাট-নিউটাউন এলাকায় তৃণমূলের প্রচারে তাঁকে না দেখতে পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অন্য অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ।"