কলকাতা, 27 এপ্রিল : মুকুল রায়ের নাম শুনেই চটে গেলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বিরক্তি প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দিলেন, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া আর কারও কথার উত্তর দেবেন না । মুকুল রায়কে নাম না করে 'গদ্দার' বললেন । তিনি CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর বক্তব্যের পালটা দেন।
কলকাতার প্রেস ক্লাবে পার্থ চট্টোপাধ্যায় আসার ঘণ্টাখানেক আগেই আজ মিট দ্য প্রেস করেছিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি BJP এবং তৃণমূলের মধ্যে আসন রফার অভিযোগ তোলেন । তিনি বলেন, " দুই দলের মধ্যে আসন রফা হয়েছে । 8 টি আসন BJP-কে ছাড়ছে তৃণমূল কংগ্রেস ।" সূর্যকান্ত মিশ্রর এই অভিযোগের প্রেক্ষিতে পার্থবাবুর বক্তব্য, "অদ্ভুত মানুষের কাছ থেকে এক অদ্ভুত বক্তব্য পাওয়া গেছে। এই অভিযোগ সত্যি হলে তাঁরা মানুষের কাছে যাবেন । মানুষকে বোঝাবেন। তিনি তো মানুষের কাছে যাননি । মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি BJP বিরোধী । CPI(M) দেউলিয়া হয়ে গেছে । সূর্যকান্তরা BJP-তে না চলে যায় । CPI(M)-র ছোট বড় নেতারা BJP-তে চলে যাচ্ছে । সূর্য ডুবে গেছে ওঠার কোনও চান্স নেই।"