পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

ভাইরা এদিক-ওদিক যাচ্ছে, ব্যারাকপুরে দাদারা তো আছে : মদন - election commisson

দ্বিতীয় দফার নির্বাচন পরিস্থিতি নিয়ে কী বলছেন মদন মিত্র ?

মদন মিত্র

By

Published : Apr 18, 2019, 7:43 PM IST

Updated : Apr 18, 2019, 7:59 PM IST

ব্যারাকপুর, 18 এপ্রিল : রাজ্যে দ্বিতীয় দফার ভোট শেষ হল। কমিশনের মতে, মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। তবে, চোপড়ায় ছাপ্পা সহ একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা। দ্বিতীয় দফার নির্বাচন পরিস্থিতি নিয়ে কী বলছেন মদন মিত্র ?

প্রশ্ন : আজকে দ্বিতীয় দফার ভোট হল। আপনার এই প্রসঙ্গে কী বক্তব্য? কী বুঝলেন?

উত্তর : আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সারা রাজ্যে ঘুরছেন। আমাদের দলের মুখপত্রও নজর রাখছেন ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপর। সরকারিভাবে তাঁরাই বলবেন এই বিষয়ে। কিন্তু আমি এটা বলতে চাই যে মানুষ তৃণমূলকে জেতাতে চেয়েছে। এই মনোভাবটা আমরা বুঝতে পেরেছি। তারপর ভিতরে কী হয়েছে তা এই মুহূর্তে বলা মুশকিল। দল জানাবে তারা এই ভোটে সন্তুষ্ট কি না। বা পুনর্নির্বাচন চাইছে কি না। অবশ্য আমি শুধু এইটুকু বলব যে মানুষ তৃণমূলকে জেতাতে বদ্ধপরিকর। নিচুতলার কর্মীদের থেকে এই খবরই আমরা পেয়েছি। সব কটা আসনে জিততে পারলে আমরা খুশি হব। না হলে তো 42-এ 42 হবে না।

প্রশ্ন : বিদেশিদের প্রচার করা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। ফিরদৌসের পর নুর ?

উত্তর : আগে বিদেশি ছিল না। আমরা সবাই একসঙ্গে ছিলাম। ইস্ট জার্মান ওয়েস্ট জার্মান এক হয়ে যায়। ভবিয্যৎ তো কেউ জানি না আমরা। যাই হোক, আমার দুঃখ লাগছে নুর বেচারা সৌগত রায়ের জন্য প্রচার করতে আসেনি। নুর এসেছিল আমার সঙ্গে দেখা করতে। ও এসেছিল আমার জন্য প্রচার করতে। যদি বলেন আমার জন্য প্রচার কী করে? আমি তো লড়ছি না। সৌগত রায়ও তো লড়ছেন না। সৌগত রায় তো মনোনয়ন জমা দেননি। নুর বলতে এসেছিল মদন মিত্র খুব ভালো লোক। আমি জানি না তো এটা ভোটের প্রচার কি না। তবে যা সিদ্ধান্ত হয়েছে তাই। আমার কপালটা একটু খারাপ আছে। তাই আমার কপালে নুর গেল। সৌগত রায়, আমি, আপনি, আমরা সবাই ভারতীয় নাগরিক।

দ্বিতীয় দফার নির্বাচন পরিস্থিতি নিয়ে কী বলছেন মদন মিত্র ?
প্রশ্ন : আপনার কী মনে হয় এই বিষয়টি প্রতিহিংসার কারণে ?

উত্তর : ভারত তো ইসলামিক রাষ্ট্রও না নেপালের মত হিন্দু রাষ্ট্রও না (যদিও 2007 সালে নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়)। না ম্যায় হিন্দু না ম্যায় মুসলমান, সবসে পেহলে ম্যায় এক ইনসান। তবে এটা বলতে পারব যে ভিসাটা রিনিউ করেনি। আবার যখন ভিসা রিনিউ করবে আবার ওরা আসবে। যেমন কেন্দ্রীয় বাহিনী। আজকে আছে, 23 তারিখের পর আর থাকবে না।

প্রশ্ন : এই মুহূর্তে সবথেকে চর্চিত আসন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। কীভাবে দেখছেন বিষয়টি ?

উত্তর : আপনার আমার ড্রেসটা দেখে কী মনে হচ্ছে ? আপনি দেখুন মিলিয়ে, বুঝবেন দাদারা আছে। দু'একটা ভাই এদিক-সেদিক যেতে পারে। দাদারা তো আছে। 42-এ 42 করতে গেলে তো ব্যারাকপুর জিততেই হবে।

Last Updated : Apr 18, 2019, 7:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details