পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

খেজুরিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, অবরোধ BJP-র

আজ খেজুরিতে প্রচার করার সময় দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

s

By

Published : May 7, 2019, 8:46 PM IST

Updated : May 7, 2019, 9:39 PM IST

খেজুরি, 7 মে : দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আজ খেজুরিতে প্রচার করার সময় এই হামলা চালানো হয় । রোড শো শুরু হওয়ার আগেই খেজুরিতে দিলীপ ঘোষ ও অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী ওই রোড শোয়ে যোগ দিতে আসা BJP প্রার্থী দেবাশিস সামন্ত সহ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । 20টির বেশি বাইক ও 4টি গাড়ি ভাঙচুর করার অভিযোগও উঠেছে । ঘটনায় 30জন BJP কর্মী জখম হয়েছেন । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আজ বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো শুরু করেন BJP নেতা-কর্মীরা । রোড শোয়ে দিলীপবাবু ছাড়াও হেমন্ত বিশ্বশর্মা ছিলেন । ওই রোড শো তেখালি ব্রিজে শেষ হয় । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল । ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে BJP নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় BJP প্রার্থী সহ 12 জন জখম হয়। এরপর BJP কর্মীরা কুঞ্জপুরে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ।

খবর পেয়ে দিলীপবাবু ঘটনাস্থানে আসার সময় খেজুরির তেতুলতলা বাজারে তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ । ওই ঘটনাতে 18 জন জখম হন । দিলীপবাবু ও হেমন্তবাবুর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । কোনওরকমে দিলীপবাবু কুঞ্জপুরে পৌঁছালে সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের ঘিরে রাখে বলে অভিযোগ । সন্ধ্যা সাড়ে সাতটার পর আরও পুলিশ গিয়ে দিলীপবাবু সহ BJP নেতা-কর্মীদের উদ্ধার করে ওই এলাকা থেকে বের করে আনে ।

BJP-র তমলুক জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী বলেন, "পুলিশের উপস্থিতিতে বিধায়ক রনজিৎ মণ্ডল পরিকল্পিতভাবে আমাদের রোড শোয়ে যোগ দিতে আসা প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা চালায় । এরপর দিলীপবাবুর কনভয়ে হামলা চালানো হয় ।"

বিধায়ক রণজিৎ মণ্ডল বলেন, "কুঞ্জপুরে রাস্তার ধারে আমি গাড়ি রেখে কর্মীসভা করছিলাম । সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে BJP নেতা-কর্মীরা মিছিল করে আসার সময় আমার গাড়িতে ভাঙচুর চালায় । তখন স্থানীয় বাসিন্দা ও দলের কর্মীরা BJP প্রার্থী সহ নেতা-কর্মীদের আটকে রাখে । মারধর করা হয়নি । দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়নি । ওরা শান্ত খেজুরিকে অশান্ত করতে এই ধরণের মিথ্যা অভিযোগ করছে ।"

Last Updated : May 7, 2019, 9:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details