খেজুরি, 7 মে : দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আজ খেজুরিতে প্রচার করার সময় এই হামলা চালানো হয় । রোড শো শুরু হওয়ার আগেই খেজুরিতে দিলীপ ঘোষ ও অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী ওই রোড শোয়ে যোগ দিতে আসা BJP প্রার্থী দেবাশিস সামন্ত সহ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । 20টির বেশি বাইক ও 4টি গাড়ি ভাঙচুর করার অভিযোগও উঠেছে । ঘটনায় 30জন BJP কর্মী জখম হয়েছেন । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আজ বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো শুরু করেন BJP নেতা-কর্মীরা । রোড শোয়ে দিলীপবাবু ছাড়াও হেমন্ত বিশ্বশর্মা ছিলেন । ওই রোড শো তেখালি ব্রিজে শেষ হয় । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল । ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে BJP নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় BJP প্রার্থী সহ 12 জন জখম হয়। এরপর BJP কর্মীরা কুঞ্জপুরে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ।