পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

দলীয় প্রার্থীকে মালা পরানোর জের ? মেরে হাত ভাঙা হল BJP সমর্থকের - allegedly7

শ্রীরামপুরের দলীয় প্রার্থী দেবজিৎ সরকারকে মালা পরান এক BJP সমর্থক। সেই কারণেই মেরে তাঁর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডানকুনি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আক্রান্ত BJP সমর্থক

By

Published : Apr 27, 2019, 3:53 AM IST

শ্রীরামপুর, 27 এপ্রিল: শ্রীরামপুরের দলীয় প্রার্থী দেবজিৎ সরকারকে মালা পরানোয় এক BJP সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ডানকুনির ঘটনা । তাঁকে ডানকুনির একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । ঘটনায় ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

BJP-র রোড শো চলাকালীন প্রার্থী দেবজিতের গলায় মালা দেন এক সমর্থক । অভিযোগ, সেই কারণেই বুধবার রাতে মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। গতকাল সকালে তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয়। BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করেছে ।

BJP প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "সব জায়গায় আমাদের কর্মীদের মারধর চলছে । এই আক্রমণ লাগামছাড়া হয়ে গেছে । তৃণমূল গুন্ডারা কত এরকম করতে পারে আমরাও দেখব । পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।"

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল নেতা প্রবীর ঘোষাল বলেন, "BJP প্রার্থীদের সামনেই ওদের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে । তারপরও ওরা হতাশা থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে । কোনও জায়গায় জিততে পারবে না । তাই এসব করে নজর কাড়তে চাইছে ।"

ভিডিয়োয় শুনুন দেবজিৎ সরকারের বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details