পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

পাকিস্তান রাহুলকে চাইলে লালুপ্রসাদকে ফ্রিতে দিয়ে দেব: রাজু শ্রীবাস্তব - vote

বারুইপুরে BJP প্রার্থী অনুপম হাজরা র‍্যালিতে অংশগ্রহণ করলেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। বারুইপুর জেলা কার্যালয়ে থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত রোড শো করেন অনুপম।

রাজু শ্রীবাস্তব ও অনুপম হাজরা

By

Published : Apr 9, 2019, 4:00 AM IST

Updated : Apr 9, 2019, 6:25 AM IST

বারুইপুর, 9 এপ্রিল: বারুইপুরে অভিনেতা রাজু শ্রীবাস্তবকে নিয়ে র‍্যালি করলেন BJP প্রার্থী অনুপম হাজরা। বারুইপুরের জেলা কার্যালয় থেকে হুডখোলা গাড়িতে চেপে পদ্মপুকুর মোড় পর্যন্ত রোড শো করেন অনুপম।

প্রচারে অনুপম বলেন, "মানুষের সাড়া, আবেগ দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমার বন্ধু রাজু এসেছেন। হাসি, খুশির পরিবেশ তৈরি হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যাচ্ছে জিত নিয়ে এখানে কোনও সংশয় নেই। মানুষ শান্তিশৃঙ্খলা মেনে ভোট দিতে চায়।"

এই কেন্দ্র থেকে শুধু নয় রাজ্যে অন্তত ১৫টি আসনে BJP প্রার্থী জয়লাভ করবেন বলে দাবি করেন রাজু। রাহুল গান্ধিকে তাঁর কটাক্ষ "পাকিস্তান কাশ্মীর চাইলে লাহোর কেড়ে নেব। আর রাহুলকে চাইলে লালুপ্রসাদকে ফ্রি-তে দিয়ে দেব।" পাশাপাশি তিনি বলেন, "কলকাতায় ঘুরে দেখতে পাচ্ছি এখানে মানুষ একেবারেই খুশিতে নেই। আমার মনে হয় মানুষকে হাসানো দরকার। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এসেছি। নিশ্চিত দেশে আবার মোদি ঢেউ আসবে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, "আমরা ক্ষমতায় এলে ওঁর থেকে বেশি কাজ করব। যেখানে যেখানে ওঁর খামতি রয়েছে সেগুলিকে ঠিক করার চেষ্টা করব। দিদি অনেক সুযোগ পেয়েছেন। যতটুকু করার ছিল উনি করেছেন। এবার আমরাই কাজ করব।"

শুনুন অনুপম হাজরা ও রাজু শ্রীবাস্তবের বক্তব্য
Last Updated : Apr 9, 2019, 6:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details