পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

"সর্বত্র মোদি হাওয়া অনুভব করছি" - silchar

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন শিলচরের এক জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "ভোটারদের উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে কোন দিকে হাওয়া বইছে। আজ প্রথম দফার ভোটগ্রহণে মোদি সরকারের হাওয়া নজরে পড়ছে।"

মোদি

By

Published : Apr 11, 2019, 7:09 PM IST

Updated : Apr 11, 2019, 7:15 PM IST

শিলচর, 11 এপ্রিল : "মোদি সরকারের হাওয়া এসেছে দেশে।" লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন শিলচরের এক জনসভায় এই কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "ভোটারদের উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে কোন দিকে হাওয়া বইছে। আজ প্রথম দফার ভোটগ্রহণে মোদি হাওয়া নজরে এসেছে। আরও একবার এই সরকারকে ক্ষমতায় আনতে চলেছে জনগণ।" প্রথম দফার নির্বাচনে আজ অসমের পাঁচটি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোদি দাবি করেন, সেই পাঁচটিতেই BJP-র নেতৃত্বাধীন NDA জোট জিতবে।

পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তারা চায়ের স্বাদ পায় বটে, তবে সেই চা পাতা তুলতে যে কষ্ট পোহাতে হয় সেটা তারা বোঝে না।" তিনি আরও বলেন, "আমি আগে ভাবতাম চাওয়ালা বলেই কংগ্রেস আমাকে পছন্দ করত না। তবে এখানে এসে আমি দেখতে পেয়েছি কংগ্রেস অসম ও পশ্চিমবঙ্গের চাবাগানের শ্রমিকদের দিকেও নজর দেয়নি।"

Last Updated : Apr 11, 2019, 7:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details