দিল্লি, 16 এপ্রিল : বাতিল করা হল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। নির্বাচনের দ্বিতীয় দফায় তামিলনাড়ুর সবকটি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও আজ নির্বাচন কমিশনের সুপারিশ অনুসারে ভেলোর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের কথা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই নির্দেশের জেরে সেই রাজ্যে ৩৯টির বদলে ৩৮টি আসনে নির্বাচন হবে বৃহস্পতিবার।
ভেলোর কেন্দ্রের নির্বাচন বাতিলের ঘোষণা রাষ্ট্রপতির - ramnath kovind
নির্বাচনের দ্বিতীয় দফায় তামিলনাড়ুর সবকটি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও আজ নির্বাচন কমিশনের সুপারিশ অনুসারে ভেলোর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের কথা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে এই আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রপতির পাশাপাশি, আইন মন্ত্রকের কাছেও সুপারিশের একটি প্রতিলিপি পাঠায় নির্বাচন কমিশন। আর সেই কারণেই ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। সম্প্রতি ভেলোরে এক DMK নেতার গুদামঘর থেকে সাড়ে 11 কোটি টাকা উদ্ধার করা হয়। ভোটের মুখে দাঁড়িয়ে বিপুল অর্থ উদ্ধারের ঘটনার জেরেই আজকের এই সিদ্ধান্ত। ভেলোর কেন্দ্রে 23 জন প্রার্থী ভোটে লড়ছিলেন।
নির্বাচনের আগে বিভিন্ন তল্লাশিতে এই পর্যন্ত তামিলনাড়ু থেকে 500 কোটি টাকার পরিমাণের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে 205 কোটি নগদ টাকা। বাকিটা সোনা।