পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

প্রথম দফায় ব্যাপক রিগিংয়ের অভিযোগ, ত্রিপুরার ভোট পিছিয়ে দিল কমিশন

ত্রিপুরা (পূর্ব) কেন্দ্রের ভোট পিছিয়ে গেল। 18 এপ্রিলের পরিবর্তে 23 এপ্রিল হবে ভোট।

নির্বাচন কমিশন

By

Published : Apr 17, 2019, 11:55 AM IST

দিল্লি, 17 এপ্রিল : পিছিয়ে গেল ত্রিপুরা (পূর্ব) কেন্দ্রের ভোট। 18 এপ্রিলের পরিবর্তে 23 এপ্রিল হবে ভোট। কমিশন জানাল, দ্বিতীয় দফার ভোট নির্ধারিত দিনের পাঁচদিন পর অর্থাৎ 23 এপ্রিল হবে। ওইদিন রাজ্যে তৃতীয় দফার ভোটও রয়েছে। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে গতকাল নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল পুলিশ অবজ়ারভারের বিবৃতি উদ্ধৃত করে নির্বাচন কমিশন জানায়, রাজ্যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক নয়।" রাজ্যে 11 এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়। এরপরই একাধিক অভিযোগ জমা পড়ে কমিশনের দপ্তরে। কংগ্রেস ও CPI(M) রিগিং-এর অভিযোগ তুলে 460 টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তি বলেন, "প্রত্যেকেই দেখেছে 11 এপ্রিল ভোটের সময় কী হয়েছিল। আমি নানা জেলায় ঘুরেছি এবং বিধি লঙ্ঘনের ভিডিয়োগুলি দেখেছি। আমরা সমস্ত তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়েছি। আশা করছি আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটবে এবং 23 এপ্রিল সুষ্ঠুভাবে নির্বাচন হবে।"

ত্রিপুরার কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "11 এপ্রিল প্রকাশ্যে ভোট কেন্দ্রগুলিতে রিগিং হয়েছে। এর বিরুদ্ধে ত্রিপুরার কংগ্রেস নেতারা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি(AICC)-র লিগাল টিমের সঙ্গে গিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। 11 এপ্রিলের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ ছিল না। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।"

ABOUT THE AUTHOR

...view details