পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

নির্বাচনের মাঝেই ব্যালট পেপারে ভোট চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা

আজ দিল্লিতে এক বৈঠকে ব্যালট পেপার ব্যবহারের দাবি তুলল 20টি বিরোধী দল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা TDP প্রধান চন্দ্রবাবু নাইডু আগেই EVM-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ তিনি দাবি করেন 11 এপ্রিল নির্বাচনের দিন ব্যবহার হওয়া EVM-গুলোর মধ্যে গোলমাল আছে।

চন্দ্রবাবু নাইডু

By

Published : Apr 14, 2019, 5:44 PM IST

Updated : Apr 14, 2019, 7:56 PM IST

দিল্লি, 14 এপ্রিল : নির্বাচনের মাঝেই ফের ব্যালট ব্যবহারের দাবিতে সরব হল বিরোধীরা। আজ দিল্লিতে এক বৈঠকে ব্যালট পেপার ব্যবহারের দাবি তুলল 20টি বিরোধী দল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা TDP প্রধান চন্দ্রবাবু নাইডু আগেই EVM-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ তিনি দাবি করেন 11 এপ্রিল নির্বাচনের দিন ব্যবহার হওয়া EVM-গুলোর মধ্যে গোলমাল আছে। EVM-এ ত্রুটি প্রসঙ্গে বৈঠকের পর বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে, 50 শতাংশ মেশিনের পেপার ট্রেইল পরীক্ষা করে দেখার দাবি জানিয়ে শীর্ষ আদালতে যাবে তারা।

আজ নাইডু দাবি করেন, অন্ধ্রপ্রদেশের বুথকেন্দ্রগুলিতে ৪৫৮৩টি EVM একেবারে অকেজো ছিল। নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, "ওরা BJP-র ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে। গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।" আজকের বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, "কমিশন আমাদের দাবি গুরুত্ব দিয়ে দেখছে না। তাই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।"

দিল্লিতে এক বৈঠকে ব্যালট পেপার ব্যবহারের দাবি তুলল 20টি বিরোধী দল
এদিকে গতকাল VVPAT-র স্লিপ কাউন্ট করার দাবি জানিয়েছিল বিরোধীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছিল যে তাতে নির্বাচনের ফলপ্রকাশে পাঁচদিন অধিক সময় লাগতে পারে।

11 এপ্রিল দেশের 91টি কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে 18 এপ্রিল।

Last Updated : Apr 14, 2019, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details