কলকাতা, 5 মে :পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্য়ের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে 2001 সালের প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ৷ আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ৷ 2001 সালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গে সিপিআইএমের দিন শেষ হয়ে আসছে ৷ সেবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় 60 টি আসন পেয়েছিলেন ৷ সেবারও বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল ৷’’
বিজেপির দাবি ছিল, একুশের বিধানসভা নির্বাচনে 200-রও বেশি আসন জিতে ক্ষমতায় আসবে তারা ৷ বাস্তব ছবি বলছে, 200-র বেশি আসন জিতে ক্ষমতায় এসেছে নতুন সরকার ৷ তবে বিজেপি নয়, 200-র বেশি আসন গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলের ঝুলিতে ৷ বুধবার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি ৷