শিলিগুড়ি, 10 মার্চ :আবেদন নিবেদনে কাজ হয়নি ৷ এবার তাই ভোট বয়টের ডাক দিলেন শিলিগুড়ির শীতলাপাড়ার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, মাসের পর মাস কেটে যাচ্ছে ৷ তবুও মিলছে না পরিশ্রুত পানীয় জল ৷ একাধিকবার শিলিগুড়ি পৌরনিগম, জনস্বাস্থ্য কারিগরি দফতরের দ্বারস্থ হয়ে সমস্য়ার কথা জানিয়েও কোনও লাভ হয়নি ৷ যার ফল ভোগ করতে হচ্ছে শিলিগুড়ি পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ৷ নিত্যদিনের জলের প্রয়োজন মেটাতে গিয়ে রীতিমতো নাকাচোবানি খেতে হচ্ছে তাঁদের ৷ বুধবার তাই একপ্রকার বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা ৷ সমবেতভাবে সিদ্ধান্ত নেন ভোট বয়কটের ৷
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ডে প্রথম থেকেই পানীয় জলের সমস্যা রয়েছে ৷ অন্যদিকে, গত নভেম্বর মাসে শিলিগুড়ির শক্তিগড় এলাকার পানীয় জলের রিজার্ভারের ছাদ ভাঙার ছবি প্রকাশ্যে আসে ৷ টনক নড়ে কর্তৃপক্ষের ৷ দ্রুত সেটি সারানোর উদ্যোগও নেওয়া হয় ৷ ফলে সংশ্লিষ্ট রিজার্ভার থেকে বন্ধ হয়ে যায় জল সরবরাহ ৷ বিপাকে পড়েন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর তথা পৌরনিগমের কো-অর্ডিনেটরকে এ বিষয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্য়ার সমাধান হয়নি ৷