পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই তৃণমূল কর্মী

বাড়ি ফেরার পথে হামলা, মারধর ৷ আক্রান্ত দুই তৃণমূল কর্মী ৷ কাঠগড়ায় বিজেপি ৷ অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার অন্তর্গত কচুখালি হরিসভা এলাকায় ৷

bengal election 2021_Wb_s24_01_gosaba_bjp_tmc_clash_wbs10024
বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই তৃণমূল কর্মী

By

Published : Mar 27, 2021, 7:57 PM IST

গোসাবা, 27 মার্চ : কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন দুই তৃণমূল কর্মী ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার অন্তর্গত কচুখালি হরিসভা এলাকায় ৷ আক্রান্ত দুই তৃণমূল কর্মীর নাম বচ্চন মণ্ডল ও বিকাশ মণ্ডল ৷ ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তাঁরা ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তিন তৃণমূল কর্মী রাত 10টা নাগাদ নিজেদের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালানো হয় স্থানীয় বিজেপি নেতা মৃণ্ময় সরকারের নেতৃত্বে ৷ ভবতোষ হালদার নামে এক তৃণমূল কর্মী কোনও মতে পালাতে সক্ষম হলেও বাকি দুই তৃণমূল কর্মীকে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ দুই তৃণমূল কর্মীর বাইকও ভাঙচুর করে জলে ফেলে হয় ৷ গুরুতর জখম অবস্থায় আক্রান্তদের গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন :হাড়োয়ায় বিজেপির প্রচার ভ্যানে হামলা,ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের মরসুমে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি ৷ যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

এ বিষয়ে ইতিমধ্যেই গোসাবা থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details