পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

তৃণমূলের পতাকা পোড়ানোয় পদ্ম-ঘাসফুলে কাজিয়া

উত্তর 24 পরগনার অশোকনগরে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে এক তৃণমূল কর্মীর বাড়ির বাইরে তা ফেলে রেখে যাওয়া হয় ৷ শাসকদলের অভিযোগ, এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি ৷ অস্বীকার পদ্ম শিবিরের ৷ পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছে তারা ৷

bengal election 2021_WB_TMC_FLAG_BURN_VIZ1_WBC10017
তৃণমূলের পোড়া পতাকায় পদ্ম-ঘাসফুলে কাজিয়া

By

Published : Apr 2, 2021, 4:32 PM IST

Updated : Apr 2, 2021, 4:47 PM IST

অশোকনগর, 2 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে তৃণমূল কর্মীরই বাড়ির সদর দরজার সামনে রেখে রেখে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনা ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার অশোকনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির ৷

তৃণমূল সূত্রে খবর, অশোকনগরের 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী অসিত সরকারের বাড়ির দরজার সামনে বৃহস্পতিবার রাতে কেউ বা কারা দলীয় পতাকা পুড়িয়ে সেটি ফেলে রেখে যায় ৷ শুক্রবার সকালে পোড়া পতাকা সরকার পরিবারের সদস্যদের নজরে আসে ৷ পতাকার পাশে একটি চিরকুটও পড়ে থাকতে দেখা যায় ৷ তাতে তৃণমূলের বিরুদ্ধে অকথ্য ভাষায় নানা কথা লেখা রয়েছে বলে অভিযোগ দলের স্থানীয় নেতা, কর্মীদের ৷

তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পোড়ানো নিয়ে উত্তেজনা অশোকনগরে ৷

আরও পড়ুন :পানিহাটিতে আগ্নেয়াস্ত্র সহ বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ ৷ পৌঁছে যান অশোকনগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবোধ সরকার ৷ তাঁর অভিযোগ, তাঁদের দলের কর্মীকে ভয় দেখানো এবং এলাকায় ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টির জন্য বিজেপির কয়েকজন এসব করছেন ৷ পাল্টা বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন প্রবোধ ৷ তাঁর সাফ কথা, ‘‘আমরা কোনওদিন কোনও ভয়ের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করিনি ৷ করবও না ৷ কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে সব বুঝে নেব ৷’’

অন্যদিকে বিজেপি নেতা ননীগোপাল ভট্টাচার্যের দাবি, বিজেপি এমন কোনও কাজ করেনি ৷ বরং এই ঘটনা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বেরই জের বলে মনে করছেন তিনি ৷

Last Updated : Apr 2, 2021, 4:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details