জলপাইগুড়ি, 14 এপ্রিল : ‘‘ফের একবার সরকারে এলে রাজবংশীদের জন্য 200 স্কুল করা হবে ৷ নতুন করে পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে ৷ 100 সাদরি স্কুল হবে ৷ বিজেপি বাইরে থেকে লোক এনে করোনা ছড়াচ্ছে ৷ নরেন্দ্র মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে ৷ কই ? তখন তো কমিশন কিছু করছে না ?’’ বুধবার জলপাইগুড়ির সিপাইপাড়া সভা থেকে এই প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷
এদিন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মার সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সিপাইপাড়ায় এসজেডিএ-র খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাঠে জনসভা করেন তিনি ৷ সভামঞ্চ থেকে নানা ইস্যুতে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে ৷ নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও ৷ মমতা বলেন, ‘‘অমিত শাহ লেবংয়ে গিয়ে বলেছেন, এনআরসি-র কথা বলিনি ৷’’ যা মিথ্যাভাষণ বলেই দাবি মুখ্যমন্ত্রীর ৷ তাঁর সাফ কথা, রাজ্য়ে ফের তৃণমূলের সরকার গঠিত হলে এনআরসি, এনপিআর করতে দেওয়া হবে না ৷