দুর্গাপুর, 15 এপ্রিল : বাংলা নববর্ষের দিনে জনসংযোগে ঝাঁপিয়ে পড়লেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী ৷ দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোড থেকে হর্ষবর্ধন রোড এবং কণিষ্ক রোড হয়ে প্রচার সারেন তিনি।
দুর্গাপুর পৌরনিগমের 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসন এবং স্থানীয় বাজারহাটগুলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রার্থী ৷ পাশাপাশি, চলতে থাকে ভোটভিক্ষা ৷ আগামী 26 এপ্রিল মানুষ যাতে তাঁকেই ভোট দেন, সকলকে সেই আবেদন করেন দীপ্তাংশু ৷