কলকাতা, 18 এপ্রিল : কোভিড আবহে অভিনব প্রচার পন্থা বামেদের ৷ মিছিল, মিটিং, জমায়েতের বদলে রোডিয়ো ও টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷
ফ্রন্ট সূত্রে খবর, আজ, রবিবার (18 এপ্রিল) রাত আটটা দশ মিনিটে রেডিয়োয় নির্বাচনী প্রচার করবেন নন্দীগ্রামের সিপিএম প্রার্খী (সংযুক্ত মোর্চা সমর্থিত) মীনাক্ষী মুখোপাধ্য়ায় ৷ এরপর রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে রোডিয়োতেই বক্তব্য রাখবেন এসএফআই রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য ৷ তরুণ প্রজন্মের জনপ্রিয় এই দুই মুখকেই প্রথম দিনের রেডিয়ো প্রচারে এগিয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ সোমবার (19 এপ্রিল) সকাল আটটা দশ মিনিটে একইভাবে রেডিয়োয় বক্তব্য রাখবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷
অন্যদিকে, একইসঙ্গে শুরু হবে দূরদর্শনে ভোটপ্রচার ৷ রবিবার (18 এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় অনাদি সাহু দূরদর্শনের পর্দায় বক্তব্য রাখবেন ৷ এছাড়াও পরপর দেখা যাবে দীপ্সিতা ধর এবং মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের প্রচার সংক্রান্ত বক্তব্য ৷