পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

রেডিয়ো, টেলিভিশনে ভোট প্রচার শুরু করছে সিপিএম - টিভি

করোনার সংক্রমণ রুখতে অভিনব পন্থায় ভোটের প্রচার শুরু করছে বামেরা ৷ আগেই সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অতিমারির আবহে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল করবে না তারা ৷ আর রবিবার থেকে শুরু হচ্ছে রেডিয়ো, টেলিভিশনে সিপিএমের (সংযুক্ত মোর্চার পক্ষে) ভোটের প্রচার ৷

bengal election 2021_wb_kol_01_left_campaign_different_way_copy_7203838
রেডিয়ো, টেলিভিশনে ভোট প্রচার শুরু করছে সিপিএম

By

Published : Apr 18, 2021, 1:46 PM IST

কলকাতা, 18 এপ্রিল : কোভিড আবহে অভিনব প্রচার পন্থা বামেদের ৷ মিছিল, মিটিং, জমায়েতের বদলে রোডিয়ো ও টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

ফ্রন্ট সূত্রে খবর, আজ, রবিবার (18 এপ্রিল) রাত আটটা দশ মিনিটে রেডিয়োয় নির্বাচনী প্রচার করবেন নন্দীগ্রামের সিপিএম প্রার্খী (সংযুক্ত মোর্চা সমর্থিত) মীনাক্ষী মুখোপাধ্য়ায় ৷ এরপর রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে রোডিয়োতেই বক্তব্য রাখবেন এসএফআই রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য ৷ তরুণ প্রজন্মের জনপ্রিয় এই দুই মুখকেই প্রথম দিনের রেডিয়ো প্রচারে এগিয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ সোমবার (19 এপ্রিল) সকাল আটটা দশ মিনিটে একইভাবে রেডিয়োয় বক্তব্য রাখবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

অন্যদিকে, একইসঙ্গে শুরু হবে দূরদর্শনে ভোটপ্রচার ৷ রবিবার (18 এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় অনাদি সাহু দূরদর্শনের পর্দায় বক্তব্য রাখবেন ৷ এছাড়াও পরপর দেখা যাবে দীপ্সিতা ধর এবং মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের প্রচার সংক্রান্ত বক্তব্য ৷

আরও পড়ুন :করোনা পরিস্থিতির জন্য় এরাজ্য়ের সমস্ত নির্বাচনী প্রচার বাতিল রাহুল গান্ধির

কয়েকদিন আগেই বিকল্প পথে প্রচারের আভাস দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তাঁর প্রশ্ন ছিল, জমায়েত এড়াতে কেন গণমাধ্যমগুলির সাহায্যে রাজনৈতিক দলগুলির প্রচারের ব্যবস্থা করছে না নির্বাচন কমিশন ? শেষমেশ কমিশন এ নিয়ে কোনও পদক্ষেপ না করলেও উদ্যোগী হলেন বামেরা নিজেরাই ৷

গত বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি নির্বাচনের বাকি পর্যায়গুলির প্রচারের জন্য তারা আর কোনও বড় সভা, রোড শো করবে না ৷ বদলে ছোট ছোট পথসভা, জনগণের দুয়ারে পৌঁছে প্রচারের কাজ করা হবে ৷ পাশাপাশি, করোনা পরিস্থিতিতে গত বছর যেভাবে দল মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে গিয়েছে, এবারও তা করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details