পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি বিরোধিতা অসম্ভব, মত সিপিআই(এমএল) নেতার - দীপঙ্কর ভট্টাচার্য

তৃণমূল আর বিজেপিকে এক আসনে বসানো, কিংবা বিজপিকে হারানোর জন্য আগে তৃণমূলকে হারানো, সিপিএমের এই ধরনের অবস্থানকে তাঁরা সমর্থন করেন না ৷ সাফ জানালেন সিপিআই(এমএল)-এর সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ৷ বরং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকেই একজোট হওয়ার পক্ষে সওয়াল করেন তিনি ৷

bengal election 2021_wb_kol_01_cpiml_on_opposition_equation_copy_7203838
তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি বিরোধিতা অসম্ভব, মত সিপিআই(এমএল) নেতার

By

Published : Apr 12, 2021, 5:57 PM IST

কলকাতা, 12 এপ্রিল :তৃণমূল কংগ্রেস না বিজেপি, সবথেকে বড় প্রতিপক্ষ কোন দল ? এই প্রশ্নে সিপিএমের ভিন্ন মেরুতে সিপিআই(এমএল) ৷ দলের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মতে, বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চে তৃণমুলকে ব্রাত্য রাখার যে সিদ্ধান্ত সিপিএম নিয়েছে, তা সঠিক নয় ৷ কারণ, গোটা দেশে সামগ্রিকভাবে বিজেপি বিরোধিতার প্রশ্নে সব বিজেপি বিরোধী দলেরই একজোট হওয়া উচিত ৷ সেখানে তৃণমূলকে উপেক্ষা করা সঠিক নয় ৷ কারণ, বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব রয়েছেন ৷

রাজ্য়ে চলতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিরোধী দলের নেতা-নেত্রীদের চিঠি লিখেছিলেন ৷ চিঠিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে পাশে দাঁড়ানোর আহ্বান ছিল ৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছেও পৌঁছেছিল মমতার চিঠি ৷ যদিও রাজ্যের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক কংগ্রেস ৷ ফলে সোনিয়া গান্ধিকে চিঠি দেওয়ার মধ্যে দিয়ে অন্য রাজনৈতিক অঙ্ক রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

অন্যদিকে, চিঠি প্রাপকদের তালিকায় বামপন্থী দলগুলির মধ্যে একমাত্র সিপিআই(এমএল)কে রাখা হয়েছে ৷ যা দেখে মনে করা হচ্ছে, বাম শিবিরের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন মমতা ৷ চিঠির প্রাপ্তির কথা স্বীকার করে সিপিআই(এমএল) সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘চিঠি পেয়েছি ৷ কোনও সন্দেহ নেই বর্তমানে দেশে ফেডারেলিজম, গণতন্ত্র, সোশালিজম আক্রান্ত ৷ সরকারি ক্ষেত্র আক্রান্ত ৷ এই পরিপ্রেক্ষিতেই একটা ঐক্য জরুরী ৷ নির্বাচন চলছে ৷ তারপর বিরোধী শিবিরের একসঙ্গে বসে পরবর্তী আন্দোলনের পথ ঠিক করা উচিত ৷ আশা করছি অসমে বিজেপি পরাজিত হবে ৷ এই রাজ্যেও বিজেপিকে রুখে দেওয়া যাবে ৷’’

বিজেপি আর তৃণমূল এক নয়, মনে করেন সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য ৷

আরও পড়ুন :লাল-দুর্গ অক্ষত রাখার দিকে কি রায় দিল যাদবপুর ?

রাজ্য়ে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলার প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে ব্রাত্য রাখার যে সিদ্ধান্ত সিপিএম নিয়েছে, তা মানতে রাজি নন দীপঙ্কররা ৷ তাঁর মতে, এই বিষয়ে সিপিএমের সঙ্গে মতভেদ রয়েছে ৷ দীপঙ্কর বলেন, ‘‘বিজেপিকে হারানোর জন্য আগে তৃণমূলকে হারাতে হবে, এই তত্ত্ব বাস্তবসম্মত বলে আমাদের মনে হয় না ৷ বিজেপি এবং তৃণমূলকে এক করে দেখার যুক্তিও আমরা মানতে পারছি না ৷ বিজেপি বিরোধিতার মঞ্চে তৃণমূলকে বাদ রাখা যাবে না ৷’’

ABOUT THE AUTHOR

...view details