পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

প্রচারের সময় বেঁধে করোনা ঠেকানো যাবে না, মত অধীরের

প্রচারের সময়সীমা বেঁধে দিয়ে করোনা ঠেকানো যাবে না ৷ এমনটাই মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ৷ শনিবার মুর্শিদাবাদের বড়ঞায় নির্বাচনের প্রচার করতে এসে একথা বলেন তিনি ৷

bengal election 2021_wb_msd_adhir_on commission_01_wb10031
প্রচারের সময় বেঁধে করোনা ঠেকানো যাবে না, মত অধীরের

By

Published : Apr 17, 2021, 6:53 PM IST

বড়ঞা, 17 এপ্রিল :করোনা ঠেকাতে নির্বাচনী প্রচারের সময় বেঁধে দিয়ে কোনও লাভ হবে না ৷ নির্বাচন কমিশনের উচিত ছিল, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেই অনুযায়ী পদক্ষেপ করা ৷ শনিবার মুর্শিদাবাদের বড়ঞায় নির্বাচনের প্রচার করতে এসে একথা বলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷

শনিবার বড়ঞায় প্রচারে আসেন অধীর রঞ্জন চৌধুরী ৷

অধীরের মতে, করোনা ঠেকাতে নির্বাচন কমিশনের অনেক আগেই সতর্ক হওয়া উচিত ছিল ৷ এই মুহূর্তে সারাদেশে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ মুর্শিদাবাদে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই প্রার্থীর ৷ সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ওই দুই প্রার্থীর মৃত্যুর জেরে কেন্দ্র দু’টিতে ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে ৷

আরও পড়ুন :নির্বাচন কমিশনের প্রতি বাংলার মানুষের আস্থা-ভরসা চলে গেছে: অধীর চৌধুরী

এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারগুলি থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য প্রচারের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন ৷ নির্দেশ জারি করা হয়েছে, সন্ধে সাতটা সকাল দশটা পর্যন্ত প্রচার করা যাবে না ৷ তবে তাতে কাজের কাজ কিছু হবে বলে মনে করছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ এদিন কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদারের সমর্থনে বড়ঞা বিধানসভায় রোড শো করেন অধীর ৷

ABOUT THE AUTHOR

...view details