পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

আমতায় অনুব্রতর নিশানায় মোদি

হাওড়ার আমতার তৃণমূল প্রার্থী সুকান্ত পালের প্রচারে সভা করলেন অনুব্রত মন্ডল ৷ আগাগোড়া আক্রমণ করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

bengal election 2021_wb_hwh_04_qnubrata mondol_wb10026
আমতায় অনুব্রতর নিশানায় নরেন্দ্র মোদি

By

Published : Apr 1, 2021, 6:27 PM IST

হাওড়া, 1 এপ্রিল : দলীয় প্রার্থীর ভোটপ্রচারে এসে আগাগোড়া প্রধানমন্ত্রীকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বৃহস্পতিবার হাওড়ার আমতায় সভা করেন তিনি ৷ উপলক্ষ্য, আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পালের নির্বাচনী প্রচার ৷

অনুব্রতর অভিযোগ, বাংলায় ভোটপ্রচারে এসে লাগাতার মিথ্যা কথা বলছেন মোদি ৷ অন্যদিকে, তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তথা রাজ্য়ের মুখ্যমন্ত্রী শুধুমাত্র উন্নয়ন করে যাচ্ছেন ৷ উজ্জ্বলা গ্য়াস যোজনা থেকে কিষান সম্মান নিধি, কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ থেকে জ্বালানি তেলের দামবৃদ্ধি, সব ইশুতেই নরেন্দ্র মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অনুব্রত ৷

তেলের দাম নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অনুব্রত মন্ডলের ৷

আরও পড়ুন :দোলে সবুজ আবির গালে অনুব্রত

জ্বালানি তেলের দামবৃদ্ধি নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করেন তৃণমূলের এই নেতা ৷ রীতিমতো নাটুকে ভঙ্গিমায় টেনে আনেন রাম রাজত্বের প্রসঙ্গ ৷ অনুব্রতর কটাক্ষ, একদিকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদি ৷ অন্যদিকে, তেল কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে ভারতবাসীর ৷ অথচ এই দেশ রামের দেশ নামেই পরিচিত ৷ কিন্তু রামায়ণে বর্ণিত রাবণের দেশ (শ্রীলঙ্কা) বা সীতার দেশের (নেপাল) অবস্থাও এর থেকে ঢের ভালো ৷

এদিন অনুব্রতর সভায় ভিড় হয়েছিল ভালোই ৷ তাঁর একের পর এক বাক্যবাণে উচ্ছ্বসিত হয়ে পড়ে উপস্থিত জনতা ৷ হাত তুলে সমর্থন জানায় নেতাকে ৷

ABOUT THE AUTHOR

...view details