পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

ভোট চুরি ধরতে পারলেই মিলবে পুরস্কার আর চাকরি, ওন্দায় প্রতিশ্রুতি মমতার

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আশঙ্কা, বাংলার দখল নিতে ভোটে কারচুপি করার চেষ্টা করবে বিজেপি ৷ ভোট লুট ঠেকাতে তাই বাংলার ‘মা-ভাই-বোনেদের’ সতর্ক থাকতে বলেন মমতা ৷ ওন্দার সভায় তাঁর প্রতিশ্রুতি, হাতে নাতে ভোট চুরি ধরতে পারলেই মিলবে পুরস্কার ৷ মিলবে চাকরিও ৷

bengal assembly election 2021_mamata banerjee promise job and gift to stop rigging in election at onda rally
ভোট চুরি ধরতে পারলেই মিলবে পুরস্কার আর চাকরি, ওন্দায় প্রতিশ্রুতি মমতার

By

Published : Mar 24, 2021, 7:04 PM IST

ওন্দা, 24 মার্চ :হাতে নাতে ভোট চুরি ধরতে পারলেই মিলবে পুরস্কার ৷ মিলবে চাকরিও ৷ বুধবার বাঁকুড়ার ওন্দার নির্বাচনী জনসভা থেকে এই প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর সাফ কথা, উত্তরপ্রদেশ থেকে পাঠানো ‘বিজেপির পুলিশের’ উপর ভরসা করে বসে থাকলে চলবে না ৷ ভোট লুট আটকাতে উদ্যোগী হতে হবে বাংলার ‘মা-ভাই-বোনেদেরই’ ৷ এদিন বাঁকুড়ার সভাতেও এই কথা বলেন তিনি ৷ দেন সজাগ থাকার পরামর্শ ৷

টানা 34 বছরের রাজত্বে দাপুটে ব্য়াটিং করতেই অভ্যস্থ ছিল বামেরা ৷ একের পর এক নির্বাচন অনায়াসে ঝুলিতে পুরতো তারা ৷ আর প্রতিবারই বামেদের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলে সরব হতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর ছাপ্পা ভোট ইস্যুতে তৃণমূলনেত্রী মমতার আক্রমণ ছিল আরও মারমুখী ৷ দু’হাজার এগারোর পরিবর্তনের আগে পর্যন্ত এ নিয়ে সরব ছিলেন তিনি ৷

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বুথ দখল, গণনাকেন্দ্র দখলের মতো অভিযোগ উঠেছে জোড়াফুল শিবিরের বিরুদ্ধেও ৷ আর এবার একুশের বিধানসভা নির্বাচনে ফের একবার ভোট চুরি নিয়ে সরব হয়েছেন মমতা ৷ তবে এবার তাঁর লক্ষ্য সিপিএম বা অন্য কোনও বাম দল নয় ৷ মমতার নিশানায় রয়েছে গেরুয়াবাহিনী ৷ তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বাংলার মসনদ দখল করতে মরিয়া নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷ এমনকী, ভোটে জিততে তাঁরা অসাধু উপায়ও অবলম্বন করতে পারেন বলে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

ইদানীংকালে মমতা যে ক’টা জনসভা করেছেন, তার সবক’টিতেই তুলেছেন ভোট লুটের প্রসঙ্গ ৷ তৃণমূলনেত্রীর আশঙ্কা, মানুষ যদি সতর্ক না হয়, তাহলে তাঁদের ভোট চুরি করে নেবে বিজেপি ৷ এদিন বাঁকুড়ার ওন্দার সভাতেও সেই কথা বলেন তিনি ৷

আরও পড়ুন :সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অভিযোগ, নির্বাচনের সময় কেন্দ্রের অধীনস্ত যে পুলিশবাহিনীকে রাজ্য়ের পাহারায় পাঠানো হয়েছে এবং হচ্ছে, তারা আসলে ‘বিজেপির পুলিশ’ ৷ তাই এই পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী ৷ বদলে বাংলার ‘মা-ভাই-বোনেদের’ কাছে তাঁর আবেদন, ভোট চুরি রুখতে এগিয়ে আসুন তাঁরাই ৷ প্রয়োজনে হাতা, খুন্তি, ঝাড়ু নিয়ে মোকাবিলা করুন ‘বহিরাগত’ গুন্ডাদের সঙ্গে ৷ প্রয়োজনে মমতা নিজেই সেই ঝাড়ু তাঁদের সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ! কারণ, তাঁর আশঙ্কা, ভোটের আগে ভিনরাজ্য থেকে গুন্ডা এনে ভোট লুঠের খেলা শুরু করবে বিজেপি ৷ এর এই চুরি হাতেনাতে ধরতে হবে ‘মা-ভাই-বোনেদের’ই ৷ ওন্দার সভায় মমতার আশ্বাস, কেউ যদি হাতেনাতে ভোটচুরি ধরতে পারেন, তাহলেই তাঁর জন্য পুরস্কার বাঁধা ৷ দেওয়া হবে হাতে গরম চাকরিও !

প্রসঙ্গত, ভোটের প্রচারে এদিন বাঁকুড়া জেলায় তিনটি সভা করার কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই মতো প্রথম সভাটি তিনি করেন বিষ্ণুপুরে ৷ সেখান থেকে পৌঁছে যান ওন্দায় ৷ ওন্দার সভা সেরে চলে যান বাঁকুড়া সদরে ৷ এখানেই দিনের শেষ সভাটি করেন মমতা ৷

ABOUT THE AUTHOR

...view details